নকআউট পর্ব আজ শুরু, কে কার বিপক্ষে খেলবে?

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ৩, ২০২২ সময়ঃ ৩:২৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৫ পূর্বাহ্ণ

ক্রীড়া ডেস্ক

কাতার বিশ্বকাপের প্রথম পর্ব শেষ, ১৬ দল চূড়ান্ত। গ্রুপ এ, বি, সি, ডি, ই, এফ, জি ও এইচ থেকে
দু’টি করে দলে উঠেছে শেষ ষোলোয়। এ বার শুরু হতে চলেছে নকআউট পর্ব। সেখানে কোন দল কাদের বিরুদ্ধে খেলবে? কবে, কখন হবে সেই খেলা?

গ্রুপ এ-র শীর্ষে থেকে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছে নেদারল্যান্ডস। দ্বিতীয় হয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে সেনেগাল। গ্রুপ বি থেকে প্রথম ও দ্বিতীয় হয়ে পরের রাউন্ডে উঠেছে যথাক্রমে ইংল্যান্ড ও আমেরিকা। গ্রুপ সি-র শীর্ষে শেষ করেছে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে রয়েছে পোল্যান্ড। গ্রুপ ডি-র শীর্ষে থেকে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স। দ্বিতীয় হয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। গ্রুপ ই থেকে প্রথম ও দ্বিতীয় হয়ে শেষ ষোলোয় উঠেছে যথাক্রমে জাপান ও স্পেন। গ্রুপ এফ থেকে প্রথম হয়ে পরের রাউন্ডে গিয়েছে মরক্কো। দ্বিতীয় স্থানে শেষ করেছে ক্রোয়েশিয়া। জি গ্রুপে সেরা দল
ব্রাজিল বার দ্বিতীয় দল সুইজারল্যান্ড আর এইচ গ্রুপে সেরা দল পুর্তগাল আর দ্বিতীয় দল দক্ষিণ কোরিয়া।

বিশ্বকাপের সূচি অনুযায়ী, প্রি-কোয়ার্টার ফাইনালে গ্রুপ এ-র শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ বি-র দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। আবার গ্রুপ বি-র শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ এ-র দু’নম্বরে থাকা দলের বিরুদ্ধে। অর্থাৎ, নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে আমেরিকা।

৩ ডিসেম্বর, শনিবার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে সেই খেলা। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে খেলা। অন্য দিকে ইংল্যান্ড খেলবে সেনেগালের বিরুদ্ধে। ৪ ডিসেম্বর, রবিবার আল বায়েত স্টেডিয়ামে হবে সেই খেলা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে খেলা।

ঠিক একই ভাবে গ্রুপ সি-র শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ ডি-র দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। আবার গ্রুপ ডি-র শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ সি-র দু’নম্বরে থাকা দলের বিরুদ্ধে। অর্থাৎ, আর্জেন্টিনার বিরুদ্ধে খেলবে অস্ট্রেলিয়া। ৩ ডিসেম্বর, শনিবার আহমেদ বিন আলি স্টেডিয়ামে হবে সেই খেলা। বাংলাদেশ সময় রাত ১টায় মিনিটে শুরু হবে খেলা। অন্য দিকে ফ্রান্স খেলবে পোল্যান্ডের বিরুদ্ধে। ৪ ডিসেম্বর, রবিবার আল থুমামা স্টেডিয়ামে হবে সেই খেলা। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে খেলা।

৫ ডিসেম্বর ই গ্রুপের প্রথম দল জাপানের বিপক্ষে খেলবে এফ গ্রুপের দ্বিতীয় দল ক্রোশিয়া, বাংলাদেশ সময় রাত ৯টা। ৬ ডিসেম্বর এফ গ্রুপের সেরা দল মরক্কো খেলবে ই গ্রুপের দ্বিতীয় দল স্পেনের বিপক্ষে রাত ৯টায়। একই দিনে জি গ্রপের সেরা দল ব্রাজিল খেলবে এইচ গ্রুপের দ্বিতীয় দল কোরিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় রাত ১টায়। ৭ ডিসেম্বর এইচ গ্রুপের সেরা দল পুর্তগাল খেলবে জি গ্রুপের দ্বিতীয় দল সুইজারল্যান্ডের বিপক্ষে রাত ১টায়।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G