ইউক্রেনের ২৫ হাজার টন শস্য পূর্ব আফ্রিকায় পৌঁছেছে

প্রকাশঃ ডিসেম্বর ৭, ২০২২ সময়ঃ ১২:৪৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

কয়েক দশকের মধ্যে এই অঞ্চলের সবচেয়ে খারাপ খরার মধ্যে প্রতিবেশী ইথিওপিয়ায় ডেলিভারির জন্য ইউক্রেনের নিজস্ব উদ্যোগের অংশ হিসাবে খাদ্য শস্যের প্রথম চালান সোমবার জিবুতিতে পৌঁছেছে।

ইথিওপিয়ায় ইউক্রেনের দূতাবাস নিশ্চিত করেছে যে ২৫ হাজার টন “ইউক্রেন থেকে শস্য” চালানটি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির প্রচেষ্টা থেকে পৃথক। যা ইউক্রেন থেকে মানবিক শস্যের চালানে অর্থায়ন করেছে।

দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, ৩ হাজার টন গম নিয়ে দ্বিতীয় জাহাজ পরের সপ্তাহে ইথিওপিয়ায় যাবে। অপর দিকে তৃতীয় জাহাজটি ২৫ হাজার টন গম নিয়ে সোমালিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছে।

ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি গত মাসে “খাদ্য সংকটে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলিকে” সাহায্য করার লক্ষ্যে এই উদ্যোগের ঘোষণা করেছিলেন। ইউক্রেন বলেছে, তারা ইথিওপিয়া, সুদান, দক্ষিণ সুদান, সোমালিয়া, কঙ্গো, কেনিয়া, ইয়েমেন এবং অন্যান্য দেশে ৬০ টিরও বেশি জাহাজ পাঠানোর পরিকল্পনা করেছে।

ইথিওপিয়া, সোমালিয়া এবং কেনিয়ার লক্ষ লক্ষ মানুষ ক্রমাগত পঞ্চম ব্যর্থ বর্ষা মৌসুমের পর খরার সময় ক্ষুধার্ত আছে। ইথিওপিয়া এবং সোমালিয়ায় সংঘাত সংকটকে আরও খারাপ করেছে।

ইথিওপিয়া ইউক্রেন থেকে নতুন শস্য চালানের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। কিন্তু প্রধানমন্ত্রী আবি আহমেদ আগস্টে ইউক্রেন থেকে ইথিওপিয়ায় শস্য পাঠানোর জাতিসংঘের প্রচেষ্টার প্রতিবেদনের সমালোচনা করেছিলেন “আমরা ক্ষুধার্ত এমন একটি ছবি” আঁকার চেষ্টা হিসাবে।

সূত্র : ভয়েজ অব আমেরিকা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G