ডিসেম্বর মাসে আনন্দের মাত্রাটা অন্যরকম

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ৭, ২০২২ সময়ঃ ১২:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৬ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেধক

আর মাত্র ৭ দিন অপেক্ষা। এরপরই আবারো একটি ‘১৬’ ডিসেম্বরের আনন্দে ভাসবে পুরো বাংলাদেশ।  ডিসেম্বর মাস এমনিতেই আনন্দ করার মাস, এর সঙ্গে যদি আরো বাড়তি কিছু যোগ তাহলে তো কথাই নেই।

তেমনটাই দেখা গেল আজ মিরপুর স্টেডিয়াম এলাকায়। ডিসেম্বর মাস এলেই রাজধানীর প্রতিটি ব্যস্ত রাস্তার মোড়ে লাল-সবুজের সমাহার দেখা যায়।

জাতীয় পতাকা বিক্রির হিড়িক পড়ে যায়। লাল-সবুজের মাথার ক্যাপ থেকে শুরু করে হাতের ব্র্যান্ড, হাত পতাকা সবই তখন মানুষের হাতে হাতে শোভা পায়। সেটা এবার আরো বাড়িয়ে দিল জাতীয় ক্রিকেট দল।

লার-সবুজের পতাকা বিক্রির মাত্রাটা ৪ ডিসেম্বর ভারতকে অপ্রত্যাশিত ভাবে ১  উইকেটে হারানো পর আরো বেড়ে গেছে। ঐ বললাম, বাংলাদেশে এবার আনন্দ করার সুযোগটা যেমন বেড়েছে, তেমননি বেড়েছে লাল-সবুজের পতাকা বিক্রি।

সকাল ৯টা থেকেই মিরপুরে দর্শক ভীড় করতে শুরু করে সিরিজ জয়ের দৃশ্য সামনে থেকে  স্বাক্ষী হতে। ডিসেম্বর মাসে ভারতের বিপক্ষে সিরিজ জয়ের মিশনে মাঠের গ্যালারিতে বসে যদি হাতে একটা পতাকা না থাকে তাহলে মানায়!

সে ভাবনাটাই আজ লার-সবুজের পতাকা বিক্রি বাড়িয়ে দিয়েছে। তাই বলতেই হয় ডিসেম্বর মাসে বাংলাদেশে আনন্দের মাত্রাটা অন্য রকম হয় , যদি সঙ্গে আরো কিছু যোগ হয়।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G