ক্রীড়া ডেস্ক
‘অভিবাসী শ্রমিক এবং ২০২২ কাতার বিশ্বকাপ’- এই শিরোনামে এখনও বিশ্ব মিডিয়াতে ফলাও করে তদন্ত মুলক সংবাদ তৈরি হচ্ছে এবং তা প্রকাশিতও হচ্ছে। তেমনই একটি রিপোর্ট তৈরি করেছে ভয়েজ অব আমেরিকা।
কাতার ২০২২ বিশ্বকাপ-সম্পর্কিত নির্মাণের সময় হাজার হাজার শ্রমিক মারা গেছে। যা গত ৩০ বছরের মধ্যে অন্য প্রতিটি বিশ্বকাপ বা অলিম্পিক গেমসের তুলনায় অনেক বেশি। এই সংক্ষিপ্ত ডকুমেন্টারিটি নেপালে মৃতদের পরিবারের কাছ থেকে পাওয়া তথ্যগুলিকে আরো সাহায্য করে। ব্যাখ্যা করে জানিয়েছে পরিবার গুলো কিভাবে ঘটনা গুলো বড় ট্র্যাজেডি হয়েছে। যদিও কোন সরকার বা সংস্থা দায় নেয়নি।
নেপালের রমেশ গুপ্ত বলেন, “ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা। যখন আমি খেলি, এটা আমাকে খুব খুশি করে। আমরা স্থানীয় দলের বিপক্ষে খেলি। এবং সবাই উদযাপন করছে যখন আমরা খেলা জিতেছি। উদযাপন করতে, আমরা ট্রফির সাথে নিজেদের ছবি তুলি। এবং পরে আমরা কিছু নগদ পুরস্কারও পাই। সেই টাকা দিয়ে আমরা ছেলেদের জন্য একটা পার্টি করি।”
আর্কাইভ ২০১০ ভয়েজ অব আমেরিকা নিউজ রিপোর্ট –
“অবশ্যই সবচেয়ে আশ্চর্যজনক সিদ্ধান্ত ছিল কাতারের ২০২২ সালের আয়োজক হওয়া। প্রথম মধ্যপ্রাচ্যের দেশ এবং ফিফা বিশ্বকাপের আয়োজক সবচেয়ে ছোট দেশ কাতার।”
আর্কাইভ ২০১৯ ভয়েজ অব আমেরিকা নিউজ রিপোর্ট –
“কাতারে আনুমানিক দুই মিলিয়ন অভিবাসী শ্রমিক রয়েছে। যাদের বেশিরভাগই দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার। অপরিশোধিত মজুরি, জীবনযাত্রার ভয়াবহ অবস্থা এবং বিপজ্জনক নির্মাণ সাইটের ব্যাপক অভিযোগ ছিল।”
জিয়ান্নি ইনফান্তিনো, ফিফা সভাপতি এ প্রসঙ্গে বলেন, “সমস্ত স্টেডিয়াম তারা অত্যাধুনিক সুন্দর করেছে।”
সেপ ব্লাটার সাবেক ফিফা সভাপতি বলেন, “কিন্তু কোনোভাবেই ফিফা শ্রমিকদের কল্যাণের জন্য দায়ী হতে পারে না। তারা অন্য দেশের বাণিজ্যিক ও শিল্প কোম্পানির অন্তর্ভুক্ত। আমরা তা করতে পারিনি।”
নেপালের অনেকেই কাতারের বিরুদ্ধে অভিযোগ করেছে। নেপালের রমেশ গুপ্ত-“আমি নেপাল থেকে এসেছি. আমার চাচা সাড়ে তিন মাস আগে কাতারে মারা গেছেন।
ডাঃ প্রকাশ রাজ রেগমি নেপালের হৃদরোগ বিশেষজ্ঞ বলেন, “আমরা কাঠমান্ডু বিমানবন্দরে মৃতদেহ নিয়ে আসা কফিন খুঁজে পেয়েছি।”
উর্মিলা দেবী সাহ বলেন, “আমার স্বামী চার মাস আগে কাতারে মারা গেছেন।”
হীরালাল পাসমান বলেন, “আমার একটি ছেলে ছিল যে মারা গেছে।”
আসলানী দেবী বলেন, “তিনি কাতারে মারা গেছেন।”
শেখ আখতার হোসেন বলেন, “আমার বাবা খবর দিয়ে আমাকে ফোন করে এক্ষুনি বাসায় আসতে বললেন। আমি বিশ্বাস করতে পারছিলাম না এবং বললাম, ‘আমি আজ সকালে তার সাথে কথা বলেছি।
সখিল সাফি বলেন, “তিনি আমাকে বলেছিলেন যে তার বাড়ি ফেরার টিকিট পরের মাসের জন্য বুক করা হয়েছে। কিন্তু পরদিন ভোর ৪টার দিকে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
কৌশল্যা দেবী বিন-“আমি আমার ছেলেকে হারিয়েছি। আর কি বলার আছে?”
সূত্র : ভয়েজ অব আমেরিকা