ইরানে দ্বিতীয় মৃত্যুদণ্ড কার্যকর

প্রকাশঃ ডিসেম্বর ১২, ২০২২ সময়ঃ ১:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০০ অপরাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

সরকার বিরোধী বিক্ষোভের প্রায় তিন মাসের ঘটনা প্রবাহের পর ইরান দ্বিতীয় প্রকাশ্য মৃত্যুদণ্ড কার্যকর করেছে। মজিদ রেজা রাহনাভার্ডকে মাশহাদ শহরে ফাঁসি দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ। নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে ছুরিকাঘাত ও হত্যার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

গত বৃহস্পতিবার বিক্ষোভের সাথে যুক্ত প্রথম ফাঁসি কার্যকর করা হয়। মোহসেন শেখারিকে ফাঁসি দেওয়া হয়। পশ্চিমা দেশগুলো এর নিন্দা করেছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব জেমস ক্লিভারলি সে সময় সতর্ক করে দিয়েছিলেন, বিশ্ব “নিজের জনগণের বিরুদ্ধে ইরানি শাসকদের দ্বারা সংঘটিত ঘৃণ্য সহিংসতার দিকে চোখ ফেরাতে পারবে না”।

বর্তমান বিক্ষোভের সূত্রপাত হয়েছিল মাহসা আমিনী, একজন ২২ বছর বয়সী মহিলা যিনি সেপ্টেম্বরে দেশটির নৈতিকতা পুলিশ কর্তৃক আটক ছিলেন এবং হেফাজতে থাকা অবস্থায় মারা গিয়েছিলেন। “অন্যায়ভাবে” হিজাব বা হেড স্কার্ফ পরার অভিযোগে তাকে আটক করা হয়েছিল।

রাজধানী তেহরানে শুরু হওয়া অস্থিরতা যেখানে মিস আমিনি মারা গিয়েছিলেন, ইরানের 31টি প্রদেশের প্রায় 160টি শহরে ছড়িয়ে পড়েছে।

১৯৭৯ সালের বিপ্লবের পর এটিকে ইসলামী প্রজাতন্ত্রের জন্য সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করা হয়।

সূত্র : বিবিসি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G