ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনা বিশ্বকাপের সেমিফাইনালে আজ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। যা রীতি মতো কঠিন এক যুদ্ধের সাথেই তুলনা করছেন ফুটবল পন্ডিতরা। এক কথায় হাই ভোল্টেজ ম্যাচ যাকে বলে, সেটাই হবে আজ।
লুসাইল স্টেডিয়ামে আজ ৩৫ বছর বয়সী লিওনেল মেসি ২০১৮ সালে ফাইনালে পরাজিত বিরুদ্ধে আট বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো খেলতে নামবে এবং এটা আর্জেন্টিনাকে ফাইনালে নিয়ে যাওয়ার পথে বড় একটি বাধার ম্যাচ।
২০১৪ সালের ফাইনালে জার্মানির কাছে হেরে যাওয়া মেসির এটা ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। ২০২২ সালের বিশ্বকাপ জিতে মেসি আরেক আর্জেন্টাইন কিংবদন্তি প্রয়াত দিয়েগো ম্যারাডোনার অনুকরণ করে একটি অসাধারণ ক্যারিয়ারের মুকুট পেতে মরিয়া।
কিন্তু ক্রোশিয়া কতটা কঠিন আর ভয়ঙ্কর দল সেটা তো ২০১৮ সালে ফ্রান্স, ২০২২ সালে পুর্তগাল হাড়ে হাড়ে টের পেয়েছে। অনেকেই মনে করছেস ক্রোশিয়াকে হারাতে হলে মেসিদের শুধু মাঠে দুর্দান্ত খেললেই হবে না, সাথে ভাগ্যের সাহায্য লাগবে। তবে যদি খেলা পেনাল্টিতে পৌচ্ছে যায় তাহলে ক্রোশিয়ার অটল পাহাড় খ্যাত গোলরক্ষক মেসির শেষ সময়ের স্বপ্ন চূড়মার করে দিতে পারেন। সে যোগ্যতা ক্রোশিয়ার গোলরক্ষক তিন বার ২০২২ কাতার বিশ্বকাপে প্রমান দিয়েছে।
এক নজরে ২০২২ কাতার বিশ্বকাপে ক্রোশিয়া পথচলা-
গ্রুপ পর্বে
মরক্কোর সাথে ০-০ গোলে ড্র করেছে
কানাডাকে ৪-১ গোলে হারান
বেলজিয়ামের সাথে ০-০ গোলে ড্র করেছে
নকআউট পর্বে
পেনাল্টিতে জাপানকে হারায় ৩-১ গোলে
কোয়ার্টার ফাইনাল
পেনাল্টিতে ব্রাজিলকে হারায় ৪-২
সেমি ফাইনাল-
ক্রোয়েশিয়া বনাম আর্জেন্টিনা,
কে জয়ী?
সূত্র : ফিফা