শাহ আমানতে ৫শ কার্টন অবৈধ সিগারেট জব্দ

প্রকাশঃ ফেব্রুয়ারি ১২, ২০১৫ সময়ঃ ৮:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

17482চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পৃথকভাবে ৫শ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর চট্টগ্রাম কার্যালয়ে সহকারি পরিচালক সৈয়দ মোকাদ্দেস হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেল ও বুধবার রাতে দুবাই থেকে আসা ইত্তেহাদ এয়ারলাইন্সের পৃথক দুইটি ফ্লাইট করে নিয়ে আসা বিমানবন্দরের কার্গো শাখা থেকে এসব বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকেলে ১৮০ কার্টন এবং বুধবার রাতে ৩২০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। আমদানি নিষিদ্ধ এসব সিগারেটের বর্তমান বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা। জব্দকৃত সিগারেটের মধ্যে রয়েছে বেনসন ও থ্রিজিরোথ্রি ব্র্যান্ডের সিগারেট।

আমদানি নিষিদ্ধ পণ্য নিয়ে আসায় সংশ্লিষ্ট আমদানিকারকের বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/নাসরিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G