১১ মাস পর মমিনুলের ব্যাট হেসে উঠল

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ২২, ২০২২ সময়ঃ ১:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২২ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকা থেকে মিরপুরের উইকেটে, মাঝে কেটে গেল প্রায় ১১টি মাস। এর মাঝে তারকা ব্যাটার ও সাবেক টেষ্ট দলের অধিনায়ক মমিনুলের ব্যাচে রান ছিল না। অবমেষে ১১ মাস পর ৯ জানুয়ারী ২০২২ থেকে চলতি টেষ্ট সিরিজে বছরের শেষ ভাগে এসে মমিনুলের ব্যাট হেসে উঠল। ১১ মাস পর মমিনুল ফিফটির দেখা পেলেন।

চলতি সিরিজে চট্টগ্রাম টেষ্টে মমিনুল একাদশে ছিলেন না। মিডল অর্ডারে ইয়াসিরের টানা ব্যর্থতায় মমিনুল আবারো একাদশে জায়গা পেলেন। এবার আর ভূল করলেন না মমিনুল।

মিরপুরের উইকেটে টস জিতে ব্যাট করতে  নামা বাংলাদেশ যখন সকাল সকাল ৩৯ রানে ২ উইকেট হাররিয়ে বেকায়দায় তকণ সাকিবের সাথে জুটি বাঁধেন মমিনুল হক।

সাকিব ১৬ রানে আউট হলেও ৫৫ টষ্টে খেলতে নামা মমিনুল ক্যারিয়ারের ১৬তম ফিফটি লাঞ্চের পরই পূরণ করলেন বাউন্ডারি মেরে।

যদিও এই মমিনুল টানা ৯ ইনিংসে রান পাননি। ০,২,৬,৫,২,৯,০,০ ও ৪ ছিল তাঁর টানা ৯টি ইনিংসের ব্যক্তিগত স্কোর।

এই রিপোর্ট লেখা অবদি বাংলাদেশ ৫ উইকেটে হারিয়ে ১৭২, তাতে মমিনুল একই করলেন ৫৮।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G