নারীদের বিশ্ববিদ্যালয় নিষেধাজ্ঞা- তালেবানের ঘোষনায় তুরস্ক ও সৌদির নিন্দা

প্রকাশঃ ডিসেম্বর ২৩, ২০২২ সময়ঃ ১২:৪০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪০ পূর্বাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

তালেবানদের নারীদের জন্য এই নিষেধাজ্ঞার সিদ্ধান্তে সৌদি আরব ‘বিস্ময় ও দুঃখ প্রকাশ করেছে’। অন্যদিকে তুরস্ক এটিকে ‘ইসলামী বা মানবিক নয়’ বলে অভিহিত করেছে। তুরস্ক এবং সৌদি আরব তালেবানের দেশব্যাপী নারীদের প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির নিষেধাজ্ঞার তীব্র নিন্দা করেছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বৃহস্পতিবার বলেছেন, নিষেধাজ্ঞা “ইসলামী বা মানবিক নয়”।
তার ইয়েমেনি প্রতিপক্ষের সাথে একটি যৌথ সংবাদ সম্মেলনে বক্তৃতা করে, কাভুসোগলু তালেবানদের সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান।

“নারী শিক্ষার ক্ষতি কি? এটা আফগানিস্তানের কি ক্ষতি করে? কাভুসোগলু ড. “কোন ইসলামিক ব্যাখ্যা আছে কি? পক্ষান্তরে আমাদের ধর্ম ইসলাম শিক্ষার বিরুদ্ধে নয়; বিপরীতে, এটি শিক্ষা এবং বিজ্ঞানকে উত্সাহিত করে।”

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আফগান নারীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা থেকে বঞ্চিত হওয়ায় “বিস্ময় ও দুঃখ” প্রকাশ করেছে। বুধবার দেরীতে এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে যে এই সিদ্ধান্ত “সমস্ত ইসলামিক দেশে আশ্চর্যজনক”।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং তালেবানের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করা কাতার এই সিদ্ধান্তের সমালোচনা করার পর তারা সর্বশেষ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হয়ে উঠেছে।

সূত্র : আল-জাজিরা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G