চীনা-অর্থায়নকৃত প্রকল্প : শ্রীলঙ্কার অর্থনৈতিক দুর্দশাকে আরও গভীর করছে

প্রকাশঃ ডিসেম্বর ২৪, ২০২২ সময়ঃ ১২:০৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৫ পূর্বাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

গত এক দশকে চীন শ্রীলঙ্কায় বিশাল অবকাঠামো প্রকল্প নির্মাণে অর্থায়ন করেছে। যার অর্থ দ্বীপের দেশটির অর্থনীতিকে চাঙ্গা করা। এই বছরের শুরুর দিকে ভারত মহাসাগরের ছোট্ট দেশটির অর্থনৈতিক পতনের পর এই প্রকল্পগুলি সবচেয়ে খারাপ সংকটে পড়েছে। চীনা অবদান আজ প্রশ্নের মুখে।

কলম্বোর সমুদ্রসীমায় আধিপত্য বিস্তারকারী একটি বন্দর শহর সমুদ্র থেকে পুনরুদ্ধার করা ২৬৯-হেক্টর জমির উপর নির্মিত হয়েছিল। এটি একটি সমৃদ্ধ ব্যবসা এবং আর্থিক কেন্দ্রে পরিণত হওয়ার কথা ছিল। কিন্তু এটি কার্যত জনশূন্য। মাত্তালা শহরে প্রায় এক দশক আগে চালু হওয়া একটি আন্তর্জাতিক বিমানবন্দরকে “বিশ্বের সবচেয়ে খালি বিমানবন্দর” বলা হয়। চীনের অর্থায়নে পরিচালিত দুটি প্রকল্পকে “সাদা হাতি” হিসাবে দেখা হয় যা শ্রীলঙ্কার ঋণ বাড়িয়েছে।

শ্রীলঙ্কার নিরাপত্তা ও ভূ-রাজনীতি বিশ্লেষক আসাঙ্গা আবেয়াগুনাসেকেরা বলেছেন, “বিমানবন্দর কাজ করছে না। কলম্বো বন্দর শহরটি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করার কথা ছিল, কিন্তু এখনই সেখানে একজন বিনিয়োগকারী নেই। এই সমস্ত প্রকল্পের রাজস্ব মডেল নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ তারা আর্থিকভাবে কার্যকর নয়। তারা উচ্চ সুদের হার সহ টেকসই বিপুল পরিমাণ ঋণ নিয়ে নির্মিত হয়েছিল।”

সূত্র : ভয়েজ অব আমেরিকা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G