মুঠোয় থাকা টেষ্ট জয়টা ফসকে গেল

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ২৫, ২০২২ সময়ঃ ১১:৩৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৩ পূর্বাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

নিশ্চিত জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশ হাতের ‍মুঠোয় থাকা টেষ্ট জয় পকেটে জমা করতে পারল না। ৮ম জুটির ৭১ রানের পার্টনাশীিপে বাংলাদেশের জয় ফসকে গেল।

আগের দিন ৪ উইকেট হারিয়ে কাপতে থাকা ভারতও হারের কথাই ভাবছিল। সে হারা ম্যাচটা জিতে গেল ক্যাচ মিসের মহড়ায়।

সকাল সকাল ৩ উইকেট হারালেও ভারতের আয়ার-আশ্বিন জুটি কাজের কাজটি সেরে দিয়েছে। প্রথম বারের মতো ভারতকে টেষ্ট ক্রিকেটে হাতের মুঠোয় পেয়েও পারল না বাংলাদেশ।

মিরাজ-সাকিব-তাইজুল চেষ্টার কোন কমতি রাখেনি। কিন্তু কেন যেন ভাগ্য সহায় হলো না।

আগের দিন ৪৫ রানে ৪ উইকেট স্কোর নিয়ে চাপে থেকেই ব্যাট করতে নামে ভারত। মিরপুর টেষ্টের ৩য় দিন (গতকাল) এর মতো সাকিবই আবার আক্রমণে সফল হলন।

সকাল সকাল ১৩ রানে থাকা জায়দেবকে এলবি’র ফাঁদে ফেললেন সাকিব। আর মিরাজ প্যান্তেকে (৯) এলবি’র ফাঁদেই ঘায়েল করলেন। ভারতীয় দলীয় স্কোর ৬ উইকেটে ৭১, এরপর মিডল অর্ডারে গতকাল ব্যাট করতে নামা প্যাটেল ক্রমশই ভয়ঙ্কর হয়ে উঠছিলেন। তার স্কোরও ৩৪ রানে চলে গেছে।

প্যাটেলকে ফেরানোর কাজটা সঠিক ভাবে মিরাজ করলেন তাকে বোল্ড করে, স্কোর ৭৪ রানে ৭ উইকেট।

কিন্তু পর ৮ম জুটিতে আয়ার আর আশ্বিন মিলে জয়টা ধীরে ধীরে নিজেদের হাতের মুঠোয় নিতে শুরু করল। মিরাজ-সাকিব-তাইজুল কোন কিছুতেই আটকাতে পারছিল না আয়ার-আশ্বিনের জুটিকে। চার-দুই বা এক এক করে রান ঠিকই এগিয়ে যাচ্ছিল।

মুলত মিরপুরের স্পিন উইকেটে ধরে খেললে আউট নিশ্চিত। তাই আয়ার-আশ্বিনের জুটি মেরে খেলা শুরু করে, তাতেই সফল হলো এই ৮ম জুটি।

তখন পেসার খালেদ আহমেদ আক্রমণে এলেন। মার খেলেও সুযোগ তৈরি করলেন, স্লিপে ক্যাচ দিলেন আয়ার। সেটা মিস করলেন লিটন। স্কোর ৭ উইকেটে ১২১, আয়ার ২৭ রানে আর আশ্বিস পেসার হয়েও ২০ রান যোগ করে ফেলেছেন।

শেষ দিকে আরো তেঁড়ে ফুঁড়ে মারা শুরু করল দুই জনেই। আয়ার অপরাজিত থাকলেন ২৯ রানে আর আশ্বিন আরো উপরে, ৪২ রানে অপরাজিত।

৭১ রানের জুটি বাংলাদেশকে জিতে টেষ্ট হারিয়ে দিল।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G