ক্রীড়া প্রতিবেদক
২-০ ব্যবধানে টেষ্ট সিরিজে বাংলাদেশ হেরেছে সত্য। কিন্তু ঢাকা টেষ্টে কিভাবে হারতে হারতে ভাগ্যের জোড়ে জিতেছে ভারত সেটা তারাই ভাল বলতে পারবে।
আজ মিরপুরে সকালে ৩ উইকেট হারিয়ে মোট ৭ উইকেটে ৭১ রানে ছিল ভারত। সেখান থেকে জয় পেয়েছ ৩ উইকেটে। পুরো টেষ্ট সিরিজে ৪ ইনিংসে ১১ উইকেট শিকার করা মিরাজ তো আলোচনার কেন্ত্র বিন্দ্রতে।
বিশেষ করে মিরপুরের উইকেটে কোহেলীর মতো বিশ্বসেরা ব্যাটসম্যান যখন মিরাজের বল মাথা নত করে খেলছে তখন বুঝতে হবে মিরাজের বিশেষ যোগ্যতা অবশ্যই আছে।
আছে বলেই তো আজ মিরপুরে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে মিরাজকে নিজের জার্সি উপহার দিলে কোহেলী। স্মৃতি হয়ে থাকবে এই মুহূর্তটি। সেটা মিরাজ সাথে সাথেই টুইট করতে ভূল করলেন না।