রাশিয়া আল্টিমেটাম দিয়েছে ইউক্রেনকে 

প্রকাশঃ ডিসেম্বর ২৭, ২০২২ সময়ঃ ১:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৩ অপরাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

২০২২ বছর শেষ হয়ে আসছে, কিন্তু ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষ হবার নাম-গন্ধ নেই। তবে আশা তৈরি হয়েছিল যকন পুতিন ঘোষণা দিলেন রাশিয়া আলোচনার জন্য তৈরি। কিন্তু নতুন করে আবারো শংকা তৈরি হয়েছে রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ-র আল্টিমেটাম দেবার কারণে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মস্কোর দাবি পূরণ করুন, ‘অন্যথায় বিষয়টি রুশ সেনাবাহিনী সিদ্ধান্ত নেবে’।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইউক্রেনকে একটি আল্টিমেটাম দিয়েছেন: মস্কোর দাবিগুলি পূরণ করুন – যার মধ্যে ইউক্রেনের ভূখণ্ড আত্মসমর্পণ করা যা রাশিয়া এখন নিয়ন্ত্রণ করছে অথবা রাশিয়ান সেনাবাহিনী ইউক্রেনের ভাগ্য নির্ধারণ করবে।

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আবারও শান্তি আলোচনার জন্য উন্মুক্ত বলে দেবার এক দিন পরই এই ঘোষণা এলো। যা মার্কিন যুক্তরাষ্ট্র অযৌক্তিক হিসাবে বর্ণনা করেছে – ল্যাভরভ কিইভকে বলেন এটির “নিজের ভালোর জন্য” মস্কোর ইচ্ছা মেনে চলা উচিত।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস ল্যাভরভের উদ্ধৃতি দিয়ে দেরিতে বলেছে, “শাসক গোষ্ঠির নিয়ন্ত্রিত অঞ্চলগুলির নিরস্ত্রীকরণ এবং ডিনাজিফিকেশন, আমাদের নতুন ভূমি সহ সেখান থেকে উদ্ভূত রাশিয়ার নিরাপত্তার হুমকি দূর করার জন্য আমাদের প্রস্তাবগুলি শত্রুদের কাছে সুপরিচিত।

“আপনার নিজের ভালোর জন্য পূরণ করুন. অন্যথায়, বিষয়টি রাশিয়ান সেনাবাহিনী সিদ্ধান্ত নেবে,” ল্যাভরভ বলেছেন।

তাস -এর তরফ থেকে প্রশ্ন করা হলে এই সংঘাত কতদিন চলবে, ল্যাভরভ বলেছেন: “বলটি এখন ইউক্রেন সরকারের কোর্টে এবং এর পিছনে আছে ওয়াশিংটন।”

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আবার বলেছেন যে মস্কো আলোচনার জন্য উন্মুক্ত ছিল এবং আলোচনার অভাবের জন্য কিয়েভ এবং তার পশ্চিমা সমর্থকদের দোষারোপ করেছে। এমন মন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র অবিশ্বাস্য বলে প্রত্যাখ্যান করেছে।

সূত্র : আল-জাজিরা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G