কুমিল্লায় নতুন বই বিতরণ হবে ১ কোটি ২৬ লাখ ১২ হাজার ৫৪১টি
শিক্ষা প্রতিবেদক
১ জানুয়ারি সারাদেশের মতো কুমিল্লায় নতুন পাঠ্যবই বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
জেলা-উপজেলা পর্যায়ের সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষ-২০২৩ এর পাঠ্যসূচি মোতাবেক নতুন বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলার ১৭টি উপজেলায় এবার নতুন শিক্ষাবর্ষের সর্বমোট ১ কোটি ২৬ লাখ ১২ হাজার ৫৪১টি নতুন বই বিতরণ করা হবে।
এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ৯৬ লাখ ৯০ হাজার ৬১৩টি নতুন বই এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্ডেন সমূহে ২৯ লাখ ২১ হাজার ৯২৮টি নতুন বই বিতরণ করা হবে।
মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর এবং মাদ্রাসার ১ম থেকে ৯ম শ্রেণীর শিক্ষার্থী এবং প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্ডেন সমূহের ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হবে।
জেলা শিক্ষা অফিসার মো. ইউনুস ফারুকী এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মান্নান জানান- নতুন বই বিতরণ করার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়ছে। কর্মকর্তাগণ জানান- বিগত বছরের মতো এবারও