ক্রীড়া ডেস্ক
৯ম আসর কাল মাঠে গড়াবে। প্রন্তুত সব দলই। ৯ম আসরে ৩ ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হবে। কাল উদ্বোধনী দিনে মিরপুরে দুপুর ২টায় সিলেট স্ট্রাইকার মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের।
অপর ম্যাচে সন্ধ্যা ৭টায় মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রংপুর রাইডার্স। টানা দুই দিন বিপেএলের ৪টি ম্যাচ শেষ হবার পর ৮ জানুয়ারী সূচীতে কোন ম্যাচ নেই।
পর দিন ৯ জানুয়ারী দুপুর ২টা কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট স্ট্রাইকার আর সন্ধ্যা ৭টা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম খুলনা টাইগার্স মুখোমুখি হবে।
১০ জানুয়ারী দুপুর ২টায় ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স আর সন্ধ্যা ৭টায় খেলবে সিলেট স্ট্রাইকার বনাম ঢাকা স্টারস।
১১ ও ১২ কোন খেলা নেই। ১৩ জানুয়ারী চট্টগ্রাম ভেন্যুতে দ্বিতীয় দফায় বিপিএল শুরু হবে। চলবে ২০ জানুয়ারী অবদি।
সূত্র : বিপিএল ২০২৩