নোয়াখালীতে গণপিটুনিতে নিহত এক
নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম
নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নাই ইউনিয়নে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিশান (২৭) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে ইউনিয়নের করিমপুর রাস্তারমাথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিশানের বিস্তারিত নামপরিচয় পাওয়া যায়নি।
আহতরা হলো, সিএনজি অটোরিকশা চালক ও সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের শান্তিরহাট এলাকার মাঈন উদ্দিন (৩০)। অপর আহতদের নামপরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, ভোরে সিএনজিচালিত অটোরিকশায় করে দু’জন যাত্রী নোয়ান্নাই ইউনিয়নের বাঁধেরহাট-ওদারহাট সড়ক দিয়ে আসছিল। পথে আটাইশপুর গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে অন্য একটি অটোরিকশায় করে তিন যুবক এসে ওই সিএনজি অটোরিকশার গতিরোধ করে। এসময় যাত্রীদের এলোপাতাড়ি পিটিয়ে তাদের টাকা ও মালামাল লুট করে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
এমসয় যাত্রীদের আত্মচিৎকারে স্থানীয় লোকজন ছুঁটে এসে ছিনতাইকারীদের ধাওয়া করে নিশান ও মাঈন উদ্দিনকে আটক করে গণপিটুনি দেয়। গণপিটুনিতে ঘটনাস্থলেই নিশানের মৃত্যু হয়। আহত মাঈন উদ্দিনসহ তিন জনকে আটকে রাখা রয়েছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মৃতদেহ উদ্ধার ও ঘটনাস্থল পরিদর্শন শেষে বিস্তারিত বলা যাবে।
প্রতিক্ষণ/এডি/রাজ