ক্রীড়া প্রতিবেদক
বিপিএলের ৯ম আসরে গতকাল ৮ জানুয়ারী কোন খেলা রাখেনি আয়োজকরা। আজ আবার যথারীতি মাঠে গড়াবে বিপিএল। গত দুই দিনে ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ ও কাল পর পর দুই দিন বিপিএলে আরো ৪টি মোট ৮টি ম্যাচের পর ১১ ও ১২ জানুয়ারী বন্ধ থাকার পর বিপিএল চলে যাবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে। সে ভেন্যুতে ২০ জানুয়ারী অবদি বিপিএল অনুষ্ঠিত হবে।
গত দুই ম্যাচে টানা জিতে মাশরাফির সিলেট স্ট্রাইকার পয়েন্ট টেবিলে শীর্ষে আছে।
আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর বিপক্ষে মাঠে সিলেট স্ট্রাইকার দুপুর দেড়টায়। কুমিল্লা প্রথম ম্যাচে খুলনার বিপক্ষে হেরেছে।
অন্যদিকে আজ সন্ধ্যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম খুলনা টাইগার্স ম্যাচ অনুষ্ঠিত হবে। খুলনা প্রথম ম্যাচে জিতেছে। আর চট্টগ্রাম প্রথম ম্যাচে হেরেছে।
সূত্র : বিপিএল