ক্রীড়া প্রতিবেদক
বিপিএলে সিলেট স্ট্রাইকার টানা তিন ম্যাচে পর পর জয় পকেটে জমা করে হাওয়ায় ভাসছে। মোট তো দল ৭টি, সে হিসেবে সিলেটের ভাগে আছে ৬টি ম্যাচ। তাতে ৩ ম্যাচ তো এরই মধ্যে পকেটে ঢুকে গেছে। বাকী ৩ ম্যাচে ১টিতে জিতে গেলেই মাশরাফিদের সেমি অনেকটাই নিম্চিত বলা যায়।
আজ মিরপুরে দুপুরের ম্যাচে মাশরাফি নিজেদের তৃতীয় ম্যাচে কুমিল্লার বিপক্ষে উইকেট দেখে টস জিতে বল হাতে নিলেন। হিসেব কতটা যুক্তিযুক্ত ছিল তা প্রমান মেলে কুমিল্লাকে ৬ উইকেটে ১৪৯ রানে আটকে দিলে।
কুমিল্লার টপ অর্ডারে বিদেশী সংগ্রহ ম্যালানের ৩৭ আর সাইকত আলীর ১২ বলে ২০ রানের পর মিডল অর্ডারে জাকির আলীর ৪৩ বলে ৫৭ রানে ভর দিয়েই কুমিল্লা ১৪৯ রানে পা রাখে ৬ উইকেটের খরচায়।
সিলেটের পক্ষে বল হাতে লঙ্কান পেরেরা ২টি, পাক পেসার মোহাম্মদ আমির ২টি সাথে মাশরাফি ১টি উইকেট ভাগ বসালেন।
১৫০ রানের জবাবে সিলেটের ওপেনিং জুটি স্কোর বোর্ডে জমা করে মাত্র ১২টি রান। এরপর আরেক ওপেনার শান্ত আর তৌহিদ জুটি সিলেটকে ৫৫ রানে নিয়ে যায় ২ উইকেটের খরচায়। তৌহিদের ৩৭ বলে ৫৬ রানের ভিত্তিতে চড়ে সিলেট জয়ের পথে হাটা ধরে। ৪ উইকেটে ১২৭, ওভার ১৪.৩।
মুশফিক ক্রিজে ছিলেন পেরেরাকে নিয়ে। তবে পেরেরা পারলেন না, আউট হলেন ৮ রানে। মুশি আর আকবর আলী মিলে খেলা শেষ করে দিলেন ১৭.৪ ওভারেই।
১৪ বল না খেলে সিলেট তৃতীয় জয় আয়ত্ব করল ৫ উইকেটে। মুশি ২৫ বলে ২৮ রানে আর আকবর আলী ৬ রানে অপরাজিত থাকলেন।