বিপিএলে আজকের খেলা

প্রথম প্রকাশঃ জানুয়ারি ১০, ২০২৩ সময়ঃ ১২:৩৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৩ পূর্বাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

বিপিএলের ৯ম আসরে আজ দুপুরে মুখোমুখি হবে ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স। দুই দলই ১টি করে ম্যাচ খেলেছে।

তবে তারকায় ভরা সাকিবদের বরিশাল নিজেদের প্রথম ম্যাচে সিলেটের বিপক্ষে হেরে যায়। আর রংপুর নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নেয়।

সে হিসেবে আজ বরিশাল জয় পেতেই চাইবে। তবে রংপুর যে ফেলনা দল তা কিন্তু না। রংপুর সেটা প্রথম ম্যাচে প্রমাণ দিয়েছে।

দিনের অপর ম্যাচে সন্ধ্যায় মাঠে নামবে টানা ৩ ম্যাচ খেলা মাশরাফির সিলেট স্ট্রাইকার। ৩ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা সিলেট আজ খেলবে ঢাকা স্টারস-র বিপক্ষে। এটা ঢাকার দ্বিতীয় ম্যাচ, প্রথম ম্যাচে জয় তুলে নেয়া ঢাকা আজ সিলেটকে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজের অবস্থান শক্ত করতে চাইবে। তবে আজ যদি সিলেট জিতে যায় তাহলে সিলেটের জন্য সেমি পথ অনেকটাই হাতে কাছাকাছি থাকবে।

কারণ ডাবল লীগ ভিত্তিক এই আসরে প্রতিটি দল ১২টি ম্যাচে পাবে প্রথম পর্বে। তাতে কমপক্ষে ৭টি ম্যাচে জয় লাগবেই পরবর্তী পর্বে যেতে। তাই আজ সিলেট জিতে গেলে টানা ৪ ম্যাচে জয় হয়ে যাবে। তাই পথটাও সহজ হয়ে যাবে মাশরাফিদের জন্য।

সেটাই চাইবে সিলেট, কারণ আগের ৮ আসরে সিলেটের কাছে বিপিএলের শিরোপা অধরা হয়ে আছে।

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G