ক্রীড়া প্রতিবেদক
বিপিএলে তারকায় ভরা বরিশাল নিজেদের প্রথম ম্যাচে হেরে ছিল। কিন্তু আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে রংপুরকে ৬ উইকেটে হারিয়ে জয়ের ধারায় এসেছে। ৪ বল না খেলেই বরিশাল এই জয় আয়ত্ব করেছে। এটা বরিশালের প্রথম জয় আর রংপুরের প্রথম হার।
টস জিতে আগে বল হাতে তুলে নিয়ে রংপুরকে ১৫৮ রানে আটকে দেয় বরিশাল ৭ উইকেটের বিনিময়ে। রংপুরের রনি তালুকদারের ২৮ বলে ৪০ আর মিডিল অর্ডারে শোয়েব মালিকের ৩৬ বলে ৫৪ রানই ছিল উল্লেখযোগ্য ব্যক্তিগত স্কোর। বরিশালের পক্ষে ২টি করে উইকেট শিকার করেন ডি সিলভা আর মিরাজ।
১৫৯ রানের মাঝারি টার্গেট তাড়া করতে নেমে বরিশালের ওপেনিং জুটি স্কোর বোর্ডে জমা করে মাত্র ১ রান। দলের দ্বিতীয় উইকেটের পতন ঘটে মাত্র ১৮ রানে! এরপর মিরাজ আর ইব্রাহিম জার্দান মিলে বরিশালের দলীয় স্কোর নিয়ে যায় ১০২ রানে।
ব্যক্তিগত ৪৩ রানে মিরাজ ২৯ বল খেলে আউট হন। আর ইব্রাহিম ৪১ বলে ৫২ করে আউট। ৪ উইকেটে ১২৪, ১৫.২ ওভার। ৫ম জুটিতে ইফতিখান ২৫ আর করিম ২১ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়ে ১৯.২ ওভারে।