শৈত্যপ্রবাহে রাজশাহী-রংপুরে শীতে কাঁপছে মানুষ

প্রকাশঃ জানুয়ারি ১১, ২০২৩ সময়ঃ ৭:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৮ অপরাহ্ণ

রংপুর প্রতিনিধি

শৈত্যপ্রবাহে দাপটে কাঁপছে রাজশাহী ও রংপুর বিভাগের মানুষ। শীতের প্রচণ্ড প্রকোপে এখনো বিভাগ দুটির কয়েকটি জেলার মানুষ স্বাভাবিক জীবন-যাপন করতে পারছে না। জেলা দুইটির ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের বিশেষ বুলেটিনে বলা হয়, রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েকদিনের প্রচণ্ড শীতের পর তাপমাত্রা কিছুটা বাড়লেও রাজশাহী ও রংপুর বিভাগ এবং যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এতে আরো বলা হয়, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা অব্যাহত থাকতে পারে।

এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G