পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সমাবেশে বোমা হামলা

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৩, ২০১৫ সময়ঃ ৯:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

shariar alom mp_46774পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলমের বিক্ষোভ সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শুক্রবার সন্ধ্যায় বাঘা উপজেলার মীরগঞ্জে সমাবেশ চলার শেষ মুহূর্তে বোমা হামলার এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেশব্যাপী ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যাসহ বিভিন্ন নাশকতার প্রতিবাদে উপজেলার মীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে মীরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ সামাবেশ চলছিল। সমাবেশে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

সমাবেশের শেষ মুহূর্তে উপস্থিত জনতা যখন বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তখন সমাবেশস্থল থেকে মাত্র ২৫০ থেকে ৩০০ গজ দূরে বিকট শব্দে পর পর তিনটি বোমা বিস্ফোরণ ঘটে। এতে সমাবেশস্থল ও আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাঘার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান  জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৩ থেকে ১৫ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাবলু। এছাড়াও সমাবেশে অন্যান্যের মধ্যে বাঘা পৌর মেয়র আক্কাস আলী, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবলু, আওয়ামী নেতা মাসুদ রানা দিলু, অধ্যাপক আমিরুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, নসিমুদ্দিন, বাঘা পৌর আওয়ামী লীগের সাভাপতি আব্দুল কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামুন-উর-রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/রক্তিম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G