জাতিসংঘের পদক্ষেপ চাইলো বিএনপি

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৪, ২০১৫ সময়ঃ ৩:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

bnpবিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতাকাকর্মীদের ‘ক্রসফায়ারে হত্যাসহ দমন পীড়নের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের দ্রুত কার্যকর পদক্ষেপ চেয়েছে বিএনপি।

শনিবার দুপুরে দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপাসন ও ২০ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়াকে ‘অঘোষিত গৃহবন্দী’ অবস্থায় অভুক্ত রেখে হত্যার ষড়যন্ত্র করছে সরকার।

সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আইনি শাসনের শূন্যতা, বিচারিক নৈরাজ্য, পুলিশি তাণ্ডব ও রাষ্ট্রের সকল অঙ্গের অবশায়নের মধ্যদিয়ে অবৈধ ক্ষমতা চিরস্থায়ীকরণের উন্মাদনায় লিপ্ত আওয়ামী লীগ। এর ফলে জাতীয় জীবন অবরুদ্ধ, গণতন্ত্র বন্দী বাকশাশি খাঁচায়। ভয়ভীতি প্রদর্শন ও নিয়ন্ত্রণের মধ্যদিয়ে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভখ্যাত গণমাধ্যমের চোখে পট্টি লাগিয়ে দিয়ে প্রকারান্তরে সরকার নিজেই অন্ধত্ববরণ করেছে। গণমাধ্যম নিয়ন্ত্রণের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার নিঃস্ফল প্রয়াস ব্যর্থ হতে বাধ্য।’

তিনি বলেন, ‘শাসকগোষ্ঠীর অন্ধপ্রতিহিংসা ও ক্ষমতালিপ্সার খেলায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র বিপন্নপ্রায়।’

তিনি আরও বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সকল পথ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বন্ধ করে দেয়া হয়েছে। বর্তমান সংবিধান মানবিক ও নাগরিক অধিকার ক্ষুণ্ণ করে একটি ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থা কায়েমের হাতিয়ারে পরিণত হয়েছে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের তিরোধানের সাম্রাজ্যে মুক্তিযুদ্ধের সকল অর্জন ধুলিস্যাৎপ্রায়।’

বিএনপির অভিযোগ, ‘ক্রসফায়ারের মাধ্যমে দেশব্যাপী অব্যাহত গণহত্যা, গণগ্রেপ্তার, মামলা-হামলা ও চূড়ান্ত মানবাধিকার লঙ্ঘনের মধ্যদিয়ে জনজীবনকে বিপর্যস্ত করে সরকার সারাবিশ্ব থেকে বাংলাদেশকে একটি বিচ্ছিন্ন দ্বীপে পরিণত করেছে। তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়াকে অঘোষিত গৃহবন্দিত্ব অবস্থায় খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়ে অভুক্ত রেখে হত্যার ষড়যন্ত্র করছে সরকার। প্রতিহিংসার মাত্রাজ্ঞানহীন এমন নিষ্ঠুরতা ও বাড়াবাড়ি দেশের জনগণকে স্বভাবতই চরমভাবে বিক্ষুব্ধ করেছে।’

বিবৃতিতে এ বিষয়ে জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক মহল ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে উল্লেখ করে জাতিসংঘ মানবাধিকার কমিশনকে এ ব্যাপারে যথাযথ এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

প্রতিক্ষণ /এডি /কাকন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G