সূচকের উর্ধ্বমুখি প্রবণতায় চলছে লেনদেন

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৭, ২০১৫ সময়ঃ ১২:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

suvhokসূচকের উত্থানে চলছে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের লেনদেন । দেড় ঘন্টায় লেনদেনের উত্থান প্রবণতা অব্যাহত রয়েছে। সূচকের সঙ্গে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমাণে লেনদেন রয়েছে শ্লথ গতি।

দুপুর বারোটায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৭৮৯ পয়েন্টে। এ সময় ডিএসইতে ২৮৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৩টির, কমেছে ৯০টির আর অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার। আর টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৪ কোটি ৫০ লাখ টাকার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই সময়ে সিএসসিএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৮৬১ পয়েন্টে। সিএসইতে এ সময় মোট ১৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ৬৫টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭ কোটি ৪০ লাখ টাকা।

এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের উত্থানে শুরু হয়েছে লেনদেন।

প্রতিক্ষণ/এডি/হৃদয়

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G