হেলাল খান ২ দিনের রিমান্ডে
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা হেলাল খানকে বাড্ডা থানার একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার বিকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাবরিনা আলী শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে ২ ফেব্রুয়ারি দায়ের করা মামলায় হেলাল খানকে গ্রেফতার দেখানো হয়।
ওই মামলার সুষ্ঠু তদন্তের জন্য বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জায়েদ মো. নাজমুল নূর তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
১৬ ফেব্রুয়ারি বেলা ৪ টার দিকে রাজধানীর জজকোর্ট এলাকা থেকে হেলাল খানকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এর পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
জানা যায়, বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে আদালতে দেখা করে ফিরে যাওয়ার পথে হেলাল খানকে আটক করা হয়।
অভিনয়ের পাশাপাশি বর্তমানে হেলাল খান বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সঙ্গে যুক্ত আছেন।
প্রতিক্ষণ /এডি/বাবর