জামায়াত নেতা সুবহানের রায় আজ
আদালত প্রতিবেদক, প্রতিক্ষন ডটকম
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সিনিয়র নায়েবে আমির আবদুস সুবহানের মামলার রায় ঘোষণা করা হবে আজ।
বিচারপতি এম ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হচ্ছেন বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি শাহীনুর ইসলাম। মঙ্গলবার ট্রাইব্যুনাল রায়ের এ দিন ধার্য্য করেন।
এর আগে গত ৪ঠা ডিসেম্বর মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রেখেছিল ট্রাইব্যুনাল।
মাওলানা সুবহান ১৯৩৬ সালে পাবনা জেলার সুজানগর থানার মানিকহাটি ইউনিয়নের তৈলকুণ্ডি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছাত্রাবস্থায় তালাবিয়া আরাবিয়া সংগঠনের সদস্য হিসেবে রাজনীতি শুরু করেন।
পাকিস্তান আমলে তিনি ছিলেন পাবনা জেলার জামায়াতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির এবং জামায়াতে ইসলামের কেন্দ্রীয় শূরা সদস্য। ১৯৭০ সালে তিনি জামায়াতে ইসলাম থেকে পাবনা সদর আসনে এমএনএ নির্বাচন করে পরাজিত হন।
প্রতিক্ষণ /এডি/বাবর