বেগমগঞ্জে ভূমি অফিসে আগুন

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৮, ২০১৫ সময়ঃ ২:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৮ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম

noakhali2_52831নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ভূমি অফিসে আগুনে পুড়ে গেছে মূল্যবান নথিপত্র, কম্পিউটার ও আসবাবপত্র।

মঙ্গলবার ভোরে চৌমুহনীর পূর্ববাজারে অবস্থিত ভূমি অফিসের প্রধান সহকারির কক্ষে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া কক্ষে কেরোসিনের একটি বোতল পাওয়া যায় এবং কক্ষের কাচ ভাঙ্গা দেখা যায়।

প্রাথমিকভাবে এ ঘটনাকে নাশকতা বলছেন উপজেলা ভূমি প্রশাসন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলা ভূমি অফিস সংলগ্ন কাছারি বাড়ি জামে মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় মুসল্লিরা প্রধান সহকারির কক্ষে আগুন জ্বলতে দেখেন। এ সময় চৌমুহনী ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বেগমগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম জানান, এটি নাশকতা। পাশের একটি জানালার কাচ ভাঙ্গা ছিল ও ভেতরে কেরোসিনের গন্ধ পাওয়া যায়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি নাশকতা, কেউ আগুন ধরিয়ে দিতে পারে।

প্রতিক্ষণ/এডি/রবি

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G