মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়েছে
আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়েছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩ টায় কারা কর্তৃপক্ষ কামারুজ্জামানকে তার মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো। তার কাছে জানতে চাওয়া হয়, তিনি রিভিউ আবেদন করবেন কি-না বা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি-না। জবাবে কামারুজ্জামান জানিয়েছেন, তিনি আইনজীবীর সঙ্গে আলাপ করে রিভিউ আবেদনের বিষয়ে জানাবেন।
রায় কার্যকরে আইনগত বিধিবিধান অনুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে এসময় জানান সিনিয়র জেল সুপার।
এর আগে বেলা দেড়টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা লাল কাপড়ে মোড়ানো মৃত্যু পরোয়ানা ও আপিল মামলার পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি কারাগারে পৌঁছায়।
ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার আফতাবউজজামান জানান, কোর্টকিপার সঞ্জয় সরকার ও ডেসপাস রাইডার সিরাজুল ইসলাম সেগুলো পৌঁছে দেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের কপিটি আইজিপি (প্রিজন) এর বরাবরে পাঠানো হয়। এ ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়েছে মৃত্যু পরোয়ানার অনুলিপি।
দুপুর সাড়ে ১২টায় চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানসহ ট্রাইব্যুনাল-২-এর ৩ বিচারপতি মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেন। অন্য দুই বিচারপতি হচ্ছেন বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি শাহীনুর ইসলাম।
পরে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মুস্তাফিজুর রহমান মৃত্যু পরোয়ানা জারি করেন। আইন অনুসারে এখন পূর্ণাঙ্গ রায় প্রকাশের দিন থেকে রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করার জন্য ১৫ দিনের সময় পাচ্ছেন আসামিপক্ষ।
প্রতিক্ষণ /এডি/বাবর