রিমান্ডে সিটি মেয়র অধ্যাপক এম এ মান্নানকে

প্রকাশঃ ফেব্রুয়ারি ২০, ২০১৫ সময়ঃ ৮:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

Gazipur-Mannan-pic-e1424440074978রিমান্ড শেষে কারাগারে নেয়া হয়েছে গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নানকে।

আজ শুক্রবার বিকেলে গাজীপুরের বিশেষ আদালতে মেয়রকে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবুল হাসনাত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আগামী ২৩ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য্য করেন আদালত।

এর আগে গাজীপুরে বাসে পেট্রোলবোমা হামলা হামলায় দায়ের করা মামলায় জয়দেবপুর থানা পুলিশ তাকে বুধ ও বৃহস্পতিবার দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি রাতে ঢাকা-জয়দেবপুর সড়কে ঢাকাগামী বলাকা পরিবহনের যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে বাসে আগুন ধরে যায় ও ৮ বছরের শিশুসহ পাঁচজন অগ্নিদগ্ধ হয়।

পরদিন জয়দেবপুর থানার এএসআই রেজাউল করিম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে এ ঘটনায় মামলা দায়ের করেন। এ মামলায় গত ১১ ফেব্রুয়ারি ঢাকার বাসভবন থেকে গ্রেপ্তার হন মেয়র এমএ মান্নান। পরদিন ১২ ফেব্রুয়ারি গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

 

প্রতিক্ষণ/এডি/রাজ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G