মোদির স্যুটের দাম ৪ কোটি ৩১ লাখ রুপি !

প্রকাশঃ ফেব্রুয়ারি ২১, ২০১৫ সময়ঃ ৬:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৩ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

modisuitভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১০ লাখ রুপি দামের স্যুট নিলামে ৪ কোটি ৩১ লাখ রুপিতে কিনে নিয়েছেন এক ভারতীয় ব্যবসায়ী।

হীতেশ পাতিল নামের এই ব্যক্তি হীরার ব্যবসা করেন বলে জানা গেছে।

গত বুধবার থেকে গুজরাট প্রদেশের সুরাট শহরে এ নিলাম শুরু হয়। তিনদিন ধরে চলা এ নিলামে সবচেয়ে বেশি দাম হাঁকেন হীতেশ পাতিল। ‘ধরমানাদান ডায়মন্ডস’ নামক একটি প্রতিষ্ঠানের মালিক তিনি।

নিলামে জয়ী হওয়ার পর হীতেশ বলেন, ‘আমি আমার বাবার পক্ষ থেকে নিলামে অংশ নিয়েছি। আমরা প্রধানমন্ত্রীর এই বিশেষ স্যুটটি আমাদের কারখানায় রেখে দেব। এটি আমাদের অনুপ্রেরণা জোগাবে।’ মোদির ব্যবহার করা এ স্যুট তৈরিতে স্বর্ণ, রুপা ও ব্রোঞ্জ ব্যবহার করা হয়েছিল।

মোদির বিশেষ স্যুটটির সঙ্গে আরও কিছু উপহারসামগ্রীও নিলামে তোলা হয়েছিল। এ থেকে প্রাপ্ত অর্থ গঙ্গা নদীর পানি বিশুদ্ধকরণের প্রকল্পে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে।

গত বছর নরেন্দ্র মোদি গঙ্গা নদীর পানি বিশুদ্ধকরণের এক অভিযান শুরু করেছিলেন। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি এ বিষয়ে একটি উচ্চাভিলাষী পরিকল্পনা হাতে নিয়েছে। আগামী তিন বছরের মধ্যে গঙ্গার পানি আবর্জনামুক্ত করার ঘোষণা দিয়েছে দলটি।

গত জানুয়ারি মাসে বারাক ওবামার ভারত সফরের সময় নিজের নামাঙ্কিত স্যুট পরে বিতর্কের সৃষ্টি করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, এই স্যুট বানানোয় খরচ হয়েছে প্রায় ১০ লাখ ভারতীয় রুপি। আর এতেই ব্যাপক সমালোচনা হয়েছিল স্বাধীন ভারতে জন্ম নেয়া প্রথম প্রধানমন্ত্রীর। সুত্রঃ বিবিসির।

প্রতিক্ষণ /এডি/রুমা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G