বিএনপি জামায়াতের সংস্কৃতি মেনে নিয়েছে: কামরুল

প্রকাশঃ ফেব্রুয়ারি ২২, ২০১৫ সময়ঃ ১:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৯ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম

1420279519খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, দেশে কোন রাজনৈতিক সংকট চলছে না, যা চলছে- তা সন্ত্রাস। বিভিন্ন উন্নত দেশের মতো সরকারও এই সন্ত্রাস দমন করবে।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত মানববন্ধনে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি জামায়াতের সংস্কৃতি মেনে নিয়েছে। তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে খালেদা জিয়া শহীদ মিনারে যাননি।’

তিনি আরো বলেন, ‘জামায়াত কখনো শহীদ মিনারে যায় না। তারা ঘরের ভেতর দোয়া মাহফিল করে। বিএনপিও জামায়াতের আচার-অনুষ্ঠান মেনে নিয়ে ঘরের ভেতর ভাষা শহীদদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছে।’

খাদ্যমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘বর্তমান সংকট রাজনৈতিক সংকট নয়- এটা সন্ত্রাস। মার্কিন যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলো যেভাবে সন্ত্রাস দমন করে, সরকারও সেভাবে এই সন্ত্রাসীদের দমন করবে।’

মানববন্ধনে আরো অংশ নেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগ নেতা এম করিম, শাহে আলম মুরাদ প্রমুখ।

 

প্রতিক্ষণ/এডি/রবি

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G