ক্রীড়া ডেস্ক
পাকিস্তানের মাটিতে অ-১৯ ক্রিকেট দল সিরিজ খেলতে গেছে। আজ ছিল সেই সিরিজের প্রথম অংশে টি২০ ম্যাচ। পাকিস্তানের মুলতান ক্রিকেট স্টেডিয়ামে টি-২০ সিরিজে আজ বাংলাদেশ অ-১৯ ক্রিকেট দল ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক পাকিস্তানের অ-১৯ ক্রিকেট দলকে।
টস জিতে বাংলাদেশ অ-১৯ ক্রিকেট দলের অধিনায়ক আকুর আমিন বল হাতে তুলে নিলেন। পাক শিবিরের ছোট দলকে ৮ উইকেটে ১৪৩ রানে আটকে দেয়।
এরপর জবাব দিতে নেমে ৫ উইকেটে ১৯.৩ ওভারে সংগ্রহ করে ১৪৯। দলের পক্ষে সেরা রান করে সিহার জেমস ৪১ আর মাহফুজুর রহমান ৩৮। বাংলাদেশ দলের সেরা বোলার তানভিন আহমেদ নেন ২৫ রানে ৩ উইকেট। আর ম্যাচ সেরা হন মাহফুজুর রহমান ।
সূত্র : বিসিবি