অবরোধ তুলে না নিলে গুলশান ছাড়বোনা

প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০১৫ সময়ঃ ৯:০০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

untitled-11_117198_0হরতাল-অবরোধ বন্ধের দাবিতে পরিবহন শ্রমিকদের টানা অবস্থান কর্মসূচি চলছে। হরতাল-অবরোধে গাড়িচালক-শ্রমিক হত্যার প্রতিবাদে কাফনের কাপড় পরে গত বৃহস্পতিবার দুপুর থেকে সরকার সমর্থক পরিবহন শ্রমিকরা গুলশান-২ মোড়ে অবস্থান নেন। রাস্তায় চাটাই পেতে রাতভর সেখানেই অবস্থান করেন তারা। ‘সম্মিলিত গাড়িচালক ও শ্রমিকবৃন্দে’র ব্যানারে অবস্থান কর্মসূচি থেকে শুক্রবার বিকেলে জানানো হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা গুলশানের রাস্তা ছেড়ে কোথাও যাবেন না। এদিকে রাত ১০টা ২০ মিনিটে এ অবস্থানে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

লাগাতার অবরোধের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয় ঘেরাও করতে যান পরিবহন শ্রমিকরা। পুলিশ তাদের গুলশান মোড়ে আটকে দেয়। এর পর থেকে সেখানেই অবস্থান করছেন তারা। টানা ৩২ দিনের অবরোধে চালক, সহকারীসহ ২৫ পরিবহন শ্রমিক নিহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। পুড়িয়ে দেওয়া হয়েছে ৫০০ যানবাহন। ভাংচুর হয়েছে আরও ৭০০টি।’সম্মিলিত গাড়িচালক ও শ্রমিকবৃন্দ’র সদস্য সচিব আবদুর রাজ্জাক বলেন, যানবাহনে আগুন ও ভাংচুরে আড়াই হাজার শ্রমিক বেকার হয়েছেন। তাই বাধ্য হয়েই রাস্তায় নেমেছেন তারা।

 ঢাকা-গাজীপুর রুটের আজমেরী পরিবহনের চালক আবদুর রাজ্জাক জানান, সরকারের নির্দেশে নয়, শ্রমিকদের নিরাপত্তা, জীবন-জীবিকা নিশ্চিত করতেই রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।শুক্রবার বিকেলে সরেজমিন দেখা যায়, গুলশান মোড়ে ট্রাকের ওপর উত্তরমুখী অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়েছে। রাস্তার এক পাশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। অবস্থান কর্মসূচির পাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল নিরাপত্তা দিতে। এ সময় মঞ্চের সামনে ২৫ থেকে ৩০ চালক-শ্রমিক কাফনের কাপড় পরে হরতাল-অবরোধের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। তাদের ঘিরে উৎসুক পথচারীর ভিড়।

 

প্রতিক্ষণ/এডি/বেলাল

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G