অবশেষে আজ ফিরছে ১৫৯ বাংলাদেশি
জেলা প্রতিবেদক
মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়াদের মাঝে আরো ১৫৯ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে আজ। দ্বিতীয় দফা স্থগিত করার পর তাদের ফিরিয়ে আনতে আবার সোমবার দিন নির্ধারণ করে বিজিবি ও মিয়ানমার কর্তৃপক্ষ। রোববার এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ বিজিবি-১৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলাম।
এর আগে গত ৩০ জুলাই মিয়ানমার থেকে তাদের দেশে ফেরত আনার কথা ছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়। পরে ৫ আগস্ট বুধবার তাদের ফেরত আনা হবে বলে জানিয়েছিল বিজিবি। অজ্ঞাত কারণে তাও স্থগিত করা হয়েছিল।
বিজিবি সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ১০টায় সীমান্তের জিরো পয়েন্ট ঘুমধুম সংলগ্ন মিয়ানমার বিজিপি ঢেকিবনিয়া ক্যাম্পে এসব অভিবাসীদের হস্তান্তর প্রক্রিয়ায় পতাকা বৈঠক করা হবে। মিয়ানমারের পক্ষে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের উপ-পরিচালক সো-নাইন ও বাংলাদেশের পক্ষে ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলাম এতে নেতৃত্ব দেবেন।
সূত্র আরো জানায়, ১৫৯ জনের মধ্যে ১০ জেলার বাসিন্দা রয়েছেন। তাদের মধ্যে নরসিংদী জেলার ৮০ জন, নারায়নগঞ্জের ১২ জন, কিশোরগঞ্জের ১৩ জন, ফরিদপুরের ১২ জন, হবিগঞ্জের ১৭ জন, নওগাঁর দুইজন, নাটোরের একজন, শরিয়তপুরের একজন, বরিশালের একজনসহ চট্টগ্রামের ১৮ জন বিভিন্ন বয়সের অভিবাসী রয়েছনে। তাদের মধ্যে ১৬ জন কিশোর বলে জানিয়েছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসিফ মুনীর।
প্রসঙ্গত, গত ২১ মে মিয়ানমারের জলসীমা থেকে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া ২০৮ জন এবং ২৯ মে আরো ৭২৭ জনকে উদ্ধার করে দেশটির নৌবাহিনী। যার মধ্যে ৮ ও ১৯ জুন এবং ২২ জুলাই তিন দফায় দেশে ফেরত আনা হয় ৩৪৭ জনকে।
প্রতিক্ষণ/এডি/এনজে