অবশেষে রংপুরে শীতের আগমনী খবর

প্রকাশঃ নভেম্বর ১, ২০২২ সময়ঃ ৩:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৯ অপরাহ্ণ

রংপুর প্রতিনিধি

দেশের উত্তরাঞ্চলের রংপুরে শীতের খবর এসেছে। ২০২২ সালের শেষ ভাগে রংপুরসহ উত্তরাঞ্চলে হানা দিয়েছে শীত। আবহাওয়া অফিস জানিয়েছে, প্রতিদিনই কমছে তাপমাত্রা।

গত এক সপ্তাহের তাপমাত্রার পরিসংখ্যানের হিসেব টেনে আবহওয়া অফিস জানিয়েছে, ৩০ অক্টোবর ২০ দশমিক ৬ সেলসিয়াস, ২৯ অক্টোবর ২০ দশমিক ৬ সেলসিয়াস, ৮ অক্টোবর ২১ দশমিক ২ সেলসিয়াস, ২৮ অক্টোবর ২২ দশমিক ৩ সেলসিয়াস, ২৭ অক্টোবর ২২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, ২৬ অক্টোবর ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ২৫ অক্টোবর ছিল ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে বাতাসের আদ্রতা সর্বোচ্চ ৮২ থেকে ৯২ শতাংশ ও সর্বনিম্ন ৬৫-৭০ শতাংশে ছিল।

রংপুর আবহাওয়া অফিসের তথ্যমতে, রংপুরসহ আশপাশের এলাকায় প্রতিদিনই কমছে তাপমাত্রা। সোমবার সকালে এ অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ২০ ডিগ্রি সেলসিয়াসে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G