ক্রীড়া প্রতিবেদক
মিরপুর টেস্টে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২৩১ রান করতে পারবে আর ১৪৫ রানের টার্গেট দিয়ে ৪ উইকেট ৪৫ রানেই তুলে নিয়ে টেষ্ট জমিয়ে দেবে তা কেউ প্রত্যশা করেনি। আজ দুই দলেরই জয়ের সমান সুযোগ আছে। কিন্ত লিটন বলছেন ভিন্ন কথা। জযের কথা ভাবছেন তিনি।
তাহলে কি প্রথম বারের মতো ভারতক টেস্টে হারাতে পারবে বাংলাদেশ? তাহলে কি জেতা সম্ভব?
লিটন আজ টেস্টের ৩য় দিন শেষে সংবাদ সম্মেলনে বললেন, অবশ্যই জেতা সম্ভব। মিরাজ আজ যেভাবে খেলেছে সেভাবে যদি কালস কাল সকাল যদি এক-দুইটা উইকেট নিতে পারি, অবশ্যই জেতা সম্ভব। হাতে যতই উইকেট থাকু, বড় বড় ব্যাটার থাকুক, হাতে উইকেট না থাকলে অনেক কিছু চাইলেই করতে পারবে না। এসেই যদি ২ উইকেট নিয়ে নিতে পারি, এরপর রিশভ আছে, আইয়ার আছে। অবশ্যই তারা ভালো খেলোয়াড়, তবে চাপে থাকবে। এক নম্বর দলের বিপক্ষে জয়ের চেয়ে ভালো অর্জন কিছু হতে পারে না।’
কোহলির ক্ষোভ প্রকাশ করলেন কেন? বললেন,আমি জানি না ঠিক কী হয়েছে।’
প্ল্যান কি ছিল উইকেটে? লিটন বলেন,আমরা জানি আমাদের বোলারদের কি কোয়ালিটি আছে। মিরপুরের উইকেটে ব্যাটিং সবসময় কঠিন। তবে ওদের লক্ষ্যও বেশি বড় না। বেশি আক্রমণ করতে গিয়ে রান দিয়ে গেলে খেলা কিছু থাকে না। তাই আমরা রক্ষণাত্মক থেকে বল করেছি। ব্যাটাররাও আউট হচ্ছিল।’
ব্যাটিংয়ে ভাবনা নিয়ে লিটন বললেন-মিরাজ যখন ব্যাটিং আসে ওকেও একটা কথা বলেছি- এখানে বল খেয়ে বেশিক্ষণ টিকে থাকা যাবে না, ওরা খুবই ভালো বল করছে। কাউন্টার অ্যাটাক দিতে হবে। মিরাজ পারেনি, সোহান ভাইকেও বলেছি একই কথা, উনি গুরুত্বপূর্ণ রান করেছে। তাসকিনেও একই কথা বলেছি। এখানে আপনি যত ধরে খেলবেন তারা তত পেয়ে বসবে। এই ম্যাচ ড্র করার মতো নয়। এখানে লাগবে রান। আমি সবাইকে এই জিনিসটাই বলেছি। রান কীভাবে আসছে সেটা মুখ্য নয়। বোর্ডে দরকার রান। কোনো দলকে ১০০ রানে অলআউট করা আর দেড়শ রানে অলআউট করা আলাদা। বোঝাই যাচ্ছে ৫ম দিনে গড়াবে না, এজন্যই বলেছি অ্যাটাক করতে। যেটুকু করেছি, সফল হয়েছি।’
তাসকিনকে নিয়ে সেঞ্চুরির ভাবনা ছিল? হেসে দিয়ে লিটন বলেন-ওরকম বল না হলে, ওরকম আউট না হলে অবশ্যই হতে পারত, সুযোগ ছিল। তবে এটাই ক্রিকেটের অংশ।’
নিজের ২য় সর্বোচ্চ রান টেস্টে, এনিয়ে জানালেন, কোনো জায়গা নিলে ওটা ধরে রাখা খুব চ্যালেঞ্জিং। আমার জন্য ভালো, ভগবান আমাকে এই সুযোগটা দিয়েছে। ২০২২ আমি আমার করতে পেরেছি, কৃতজ্ঞ। চেষ্টা করব সেরাটা দিয়ে যেন ২৩ শুরু ও শেষ করতে পারি। সমালোচনা হবেই। নামের পেছনে ট্যাগ থাকলে মানুষ বাহবাও দিবে খারাপও বলবে। এটা নিয়ে আমি চিন্তিত না। আমি অবশ্যই চেষ্টা করব জায়গা ধরে রাখার জন্য, তবে এটা অনেক কঠিন। প্রতি বছরই আপনি ঐ পর্যায়ে যেতে পারবেন না। আমি নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব সফল হওয়ার।’
সমগ্রিক বিচারে এই টেস্ট নিয়ে লিটন বললেন, আমরা ১ম দিনে ব্যাট করেছি। তখন উইকেট ভালো ছিল। কিছু আউট সফট ডিসমিসালে। আমারটা, সাকিব ভাই, মিরাজ। আমাদের কাছে দল অনেক কিছু আশা করে। আমরা যদি বড় কিছু দিতে পারতাম ম্যাচের দৃশ্য অন্যরকম হতে পারত।
আপাতত বাংলাদেশ এগিয়ে, এটা বলাই যায়।অবশ্যই, এ মুহূর্তে আমরাই এগিয়ে। তারা চাপে আছে। আমরা ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামলে তারা ভেঙে পড়বে। এটাই আমাদের লক্ষ্য। আমাদের জিততে হবে। পরিকল্পনা এটুকুই। তাদের বরং ভালো পরিকল্পনা থাকতে পারে।
আমরা জানি মিরপুরে ৪র্থ ইনিংস সবসময়ই কঠিন। সব ব্যাটারের জন্যই। আমরা ২০০-২২০ লক্ষ্য দিতে চেয়েছিলাম। যে স্কোর দাঁড় করেছি, এখনও আরও ১০০ রান দরকার। অনেক কঠিন কিন্তু। এখন যে অবস্থা, এই লক্ষ্য জয়ের জন্য যথেষ্ট।’
ভারতের বিপক্ষে জয় প্রসঙ্গে বলেন-ভারত ভালো দল। টেস্ট র্যাংকিংয়ে ওরা এক নম্বর।’