অবাক প্রতি ক্ষণ

প্রকাশঃ ডিসেম্বর ১৭, ২০১৫ সময়ঃ ৮:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৪ অপরাহ্ণ

OLYMPUS DIGITAL CAMERA

এক পাউন্ড মধু উৎপন্ন করার জন্য একটি মৌমাছিকে ২০ লক্ষ ফুলের কাছে যেতে হয়। আর মধু একমাত্র খাবার, যেটা কখনো পচে না।

you-asked-bad-hold-in-sneeze

চোখ খোলা রেখে হাচি দেওয়া যায় না। খবরদার, চেস্টাও করবেন না। চোখ খুলে বেরিয়ে যেতে পারে।

cockroaches-can-live-for-9-days-without-a-head

তেলাপোকার মাথা কেটে ফেললেও এটা কয়েকদিন বাঁচে। এর পরে না খেতে পেয়ে মারা যায়।
4780438909_2cd8a67284_b

সারা বিশ্ব একবার ঘুরে আসতে পারে এমন লম্বা মাকড়শার জালের ওজন হবে মাত্র এক পাউন্ড।

baby-elephant-walk-large-msg-131007848434

হাতি পায়ের আঙ্গুলের উপরে ভর করে হাটে কারণ তাদের পাতার পেছনের অংশটিতে কোন হাড় নেই, শুধুই চর্বি।

 

প্রতিক্ষণ/এডি/জেবিএম

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G