অভিবাসীদের ফিরিয়ে দিচ্ছে অস্ট্রেলিয়া

প্রকাশঃ জুন ১২, ২০১৫ সময়ঃ ৯:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক:

boatঅস্ট্রেলিয়ার তীরে পৌঁছানোর চেষ্টাকালে সমূদ্রপথে আসা অভিবাসিদের নগদ অর্থ দিয়ে অন্যদেশে ফিরিয়ে দিচ্ছে দেশটির নৌবাহিনী।

সম্প্রতি এমনই অভিযোগ উঠেছে দেশটির বিরুদ্ধে। কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করলেও মানবপাচার বন্ধে অস্ট্রেলিয়ার কঠোর সিদ্ধান্তের কথাও জানিয়েছে সংস্থাটি।

মানবপাচার নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট জানিয়েছেন, মানব পাচারকারীদের রুখতে তার দেশ যা করা দরকার, তাই করবে। এমনকি তাদের ফেরাতে সাম্প্রতিক কিছু অভিনব কৌশলে বেশ সফলও হয়েছেন তারা।

সম্প্রতি আশ্রয়প্রার্থীদের বহনকারী এক নৌকার চালককে দিক পরিবর্তন করে ইন্দোনেশিয়াযর দিকে পাঠাতে ৩০,০০০ ডলার ঘুষ দিয়েছিলো বলে অস্ট্রেলিয়ার নৌ-বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠে।

এর আগে এক সাক্ষাৎকারে টনি অ্যাবট বলেছেন, মানবপাচারের এই ব্যবসা বন্ধ করতে তারা যা কিছু করা দরকার সেটা করবেন। ঘুষের অভিযোগ অস্বীকার করলেও নৌকা যাতে তার দেশে পৌঁছাতে না পারে সেজন্য অভিনব কিছু পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান।

এদিকে ইন্দোনেশিয়ার পুলিশ বলছে, গত মাসের শেষের দিকে এরকম একটি নৌকার চালকসহ কয়েকজন ক্রুকে তারা আটক করেছে।

আটক চালকরা পুলিশকে জানিয়েছেন, অস্ট্রেলিয়ার নৌ-বাহিনীর জাহাজ তাদের গতিরোধ করে এবং অভিবাসন বিষয়ক কর্মকর্তারা তাদের কিছু টাকা দিয়েছে।

অস্ট্রেলিয়ার নীতি হচ্ছে, নৌকায় করে অভিবাসী বা রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের সেদেশে পৌঁছাতে না দেয়া। বরং তাদের পথেই থামিয়ে দেয়া।

 

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G