অভিবাসীদের সহায়তা না করার নির্দেশ

প্রকাশঃ মে ১৯, ২০১৫ সময়ঃ ১১:৫১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩১ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

Smuggling of migrantsসাগরে ডুবতে দেখলেও অভিবাসীদের তীরে না তুলতে জেলেদের নির্দেশনা দিয়েছে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ।

সাগরে ভাসতে থাকা অভিবাসীদের নৌকাগুলোর আরোহীদের কোনরকম সাহায্য না করতে জেলেদের বলে দেয়া হয়েছে। জাতিসংঘ এর আগে খাবার ও পানির তীব্র সংকটে থাকা এসব অভিবাসীকে, তীরে ভিড়তে দেবার আহ্বান জানিয়েছিল।

থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া এই অভিবাসীদের বহনকারী নৌকাগুলো তীরে ভিড়তে দিচ্ছে না। ধারণা করা হচ্ছে কয়েক হাজার অভিবাসী দক্ষিণ-পূর্ব এশিয়ার উপকূলে সাগরে ভাসছে।

অভিবাসন বিষয়ক সংস্থা কারাম এশিয়ার সমন্বয়ক হারুন অর রশিদ জানিয়েছেন, দেশগুলো ভাবতে পারে যে, তীরে ভিড়তে দিলে আরও লোকজন আসতে পারে। তবে মানবিক কারণেই তাদের তীরে আসতে দেয়া উচিত। এর আগে মানবপাচারের উৎস দেশগুলোর একটি হিসেবে বাংলাদেশ সরকারেরও কোন উদ্যোগ দেখা যায়নি মানবপাচার বন্ধে।

সঙ্কট নিরসনে জাতিসংঘ বা আন্তর্জাতিক সংস্থাগুলোর উদ্যোগ কাজ করছেনা। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে মানবিক কোন বিপর্যয়ে সহায়তা করতে কেউই এগিয়ে আসবেনা। যারা এখন অবৈধ অভিবাসীদের তীরে ভিড়তে দিচ্ছেনা, তাদের নাগরিকদের ক্ষেত্রে হলে কি হবে সেটিও তাদের ভেবে রাখা উচিত বলে মনে করেন অভিবাসন বিষয়ক সংস্থা কারাম এশিয়ার সমন্বয়ক হারুন অর রশিদ। সূত্রঃ বিবিসি

 

প্রতিক্ষণ/এডি/নুর/বাদল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G