অলিম্পিকের আইপিও আবেদন শুরু রোববার

প্রকাশঃ এপ্রিল ১৮, ২০১৫ সময়ঃ ৩:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

ipo-728x390প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ আদায়ে অনুমোদন পাওয়া অলিম্পিক এক্সসরিজের আবেদন গ্রহণ শুরু হবে রোববার।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আইপিও আবেদন গ্রহণ ১৯ এপ্রিল শুরু হয়ে চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ থাকবে ২ মে পর্যন্ত।

কোম্পানিটি শেয়ারবাজারে ২ কোটি শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা আদায় করবে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। শেয়ারের মার্কেট লট নির্ধারণ করা হয়েছে ৫০০টি।

শেয়ারবাজার থেকে অর্থ আদায় করে কোম্পানিটি ভবন নির্মাণে ৭ কোটি ২৬ লাখ ৬৮ হাজার ৩৬ টাকা, মেশিনারিজ ক্রয়ে ১১ কোটি ২৮ লাখ ৩১ হাজার ৯৬৪ টাকা এবং আইপিও খরচ খাতে ১ কোটি ৪৫ লাখ টাকা খরচ করবে।

৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪৩ টাকা। শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৬.৩৪ টাকা।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৩৯ তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন করা।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G