অলৌকিকভাবে গাড়ির নিচ থেকে রক্ষা পেল শিশু!

প্রকাশঃ মে ১০, ২০১৬ সময়ঃ ১:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩২ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক:

trycycle

মায়ের ট্রাইসাইকেলের (পেছনে খোলা) পেছনে বসার খুব শখ হল চীনা এক শিশুর। তবে গাড়ি সিগনেলে থাকার সময় শিশুটি না বসে দাঁড়িয়ে থাকে। সিগনেল পড়লে হঠাৎ ট্রাইসাইকেলটি চলতে শুরু করে। এদিকে শিশুটি কখনও যে গাড়ি থেকে পড়ে গেছে তা মা টেরই পাইনি। এরপর আরেকটি গাড়ি এসে আচড়ে পড়ল সেই শিশুটির উপর। যদিও গাড়িটি বুঝতে পারার পর থামিয়ে নিচে নামে। তবে অলৌকিকভাবে ছয় বছরের শিশুটি বেঁচে যায়। ঘটনাটি ঘটেছে চীনের দক্ষিণের গুয়াজু অঞ্চলে।

ডেইলি মেইল থেকে জানা যায়, ট্রাইসাইকেলটি তার মায়ের। শিশুটি পেছনের সিটে বসে ছিল। ট্রাফিক সিগনালে থাকা অবস্থা থেকে হঠাৎ জোরে চলা শুরু করে ঐ ট্রাইসাইকেল। তাতেই ঘটে যায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। ভাগ্যিস শিশুটি অক্ষত আছে!

গত ১৩ এপ্রিল সন্ধ্যা ৬টায় এই ঘটনার ভিডিও পাওয়া যায় ট্রাফিক পুলিশের কাছে। ভিডিওটি প্রকাশ করেছে ডেইলি মেইল।

চীনের পিপলস ডেইলি অনলাইন সংশ্লিষ্ট সংবাদমাধ্যম হুয়াংকুই জানায়, ট্রাইসাইকেল চালানো মা সন্তানের পড়ে যাওয়ার বিষয়টি বুঝতেই পারেননি। পরে স্থানীয় ও পুলিশ ডেকে এনে তাঁর কাছে সন্তান তুলে দেওয়া হয়।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G