অল্পের জন্য বেঁচে গেলেন মালদ্বীপের প্রেসিডেন্ট

প্রকাশঃ সেপ্টেম্বর ২৮, ২০১৫ সময়ঃ ৪:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

maldipএকটুর জন্য শেষ রক্ষা হয়েছে মালদ্বীপের প্রেসিডেন্ট ইয়ামিন আব্দুল গায়ুমের। মোহাম্মদ শরীফ নামে এক মন্ত্রী জানিয়েছেন, প্রেসিডেন্ট হজ শেষ করে সৌদি আরব থেকে দেশ ফিরেছেন। তিনি একটি স্পীড বোটে করে বাড়ি ফিরছিলেন। সেসময় স্পীড বোটটি বিস্ফোরিত হয়। অল্পের জন্য বেঁচে গেছেন প্রেসিডেন্ট। তিনি কোনো আঘাতও পাননি বলে জানিয়েছেন ওই মন্ত্রী।

মোহাম্মদ শরীফ আরো জানিয়েছেন, সোমবার সকালে স্পীড বোটটি প্রধান রাজধানী মালের প্রধান জেটিতে পৌঁছানোর পরেই ওই দুর্ঘটনা ঘটেছে। প্রেসিডেন্ট কোনো আঘাত না পেলেও তার স্ত্রী ফাতিমাহ ইবরাহিম এবং আরো কয়েকজন কর্মকর্তা সামান্য আঘাত পেয়েছেন বলে জানা গেছে।

ইঞ্জিনের ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে তাৎক্ষনিকভাবে জানিয়েছেন শরীফ। তবে ভারতীয় মহাসাগরীয় দ্বীপমালা বিশিষ্ট রাষ্ট্রে এ ধরণের নৌকা দুর্ঘটনা স্বাভাবিক। প্রায়ই এ ধরণের দুর্ঘটনা ঘটে থাকে।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G