অ্যাপল দেবে অনলাইন টিভি সার্ভিস

প্রকাশঃ মার্চ ২৩, ২০১৫ সময়ঃ ১১:০৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৫ পূর্বাহ্ণ

আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডট কম

imagesআইপ্যাড, আইপড, আইফোন, ম্যাকবুক, স্মার্ট ঘড়ির পর এবার টিভি সার্ভিসেও আধিপত্য বিস্তারের পথে অ্যাপল।

ওয়াল স্ট্রির্ট জার্নাল অনুযায়ী আগামী শরতেই একটি স্লিমড-ডাউন টিভি নেটওয়ার্ক নিয়ে আসতে চলেছে টিম কুকের কোম্পানি।

এ সার্ভিসে মোটামুটি ২৫টি চ্যানেল থাকবে। এবিসি, সিবিসি, ফক্সের মতো চ্যানেল।
অ্যাপলের আইওএস অপারেটিং সার্ভিসভভুক্ত সব ডিভাইসে মিলবে এ সুবিধা। এ নেটওয়ার্ক বান্ডিল পাওয়া যাবে আইপ্যাড, আইপড, আইফোন ও অ্যাপল টিভি সেট-টপ বক্সে।

স্ট্যান্ডার্ড কেবল টিভি প্যাকেজের জন্য এ মুহূর্তে ওয়াল্ট ডিজনি, সিবিএস কর্প ও টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ফক্সের সঙ্গে কথা বলছে অ্যাপল।

অ্যাপলের এ নতুন সার্ভিস পেতে মাসে ভারতীয় মুদ্রায় ১৮৮৩.৪০ টাকা থেকে ২৫১১.৬০ টাকা পর্যন্ত লাগবে। জুন মাসে প্রকাশ্যে অ্যাপল এ সার্ভিসের ঘোষণা করবে বলে দাবি ওয়াল স্ট্রিট জার্নালের। বাজারে চলে আসবে সেপ্টেম্বরে।

তবে এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ অ্যাপল কর্তৃপক্ষ।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G