আ.লীগের করোনা প্রতিরোধ সরঞ্জাম বিতরণ

প্রকাশঃ জুলাই ৩০, ২০২১ সময়ঃ ১২:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৫ অপরাহ্ণ

দেশের ৩২ হাসপাতালে করোনা প্রতিরোধ সরঞ্জাম হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা, অক্সিজেন কলসেনট্রেটর ও অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এসব বিতরণ করা হয়।

অনলাইনে যুক্ত হয়ে চিকিৎসা সরঞ্জাম বিতরণের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে এবং ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর পরিচালনায় বক্তব্য দেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাওছার, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, আইডিইবি’র সভাপতি এ কে এম এ হামিদ, জার্মান আওয়ামী লীগের আব্বাস আলী চৌধুরী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপকমিটির সদস্য ডা. হেদায়েতুল ইসলাম বাদল, আখলাকুর রহমান মাইনুসহ প্রমুখ।

হাসপতালগুলো হলো- খুলনার শেখ আবু নাসের মেডিকেল কলেজ হাসপাতাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, ১০০ শয্যাবিশিষ্ট রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল, মাদারীপুর জেনারেল হাসপাতাল, চাঁদপুর জেনারেল হাসপাতাল, ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নড়াইল জেনারেল হাসপাতাল, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রানিশৈংকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুন্সিগঞ্জের টংগীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যশোরের বাঘাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পিরোজপুর জেনারেল হাসপাতাল, নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝালকাঠি জেনারেল হাসপাতাল, পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কক্সবাজারের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খুলনার ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স, দিঘলিয়া স্বাস্থ্য কমপ্লেক্স, ফরিদপুরের বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স, আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G