আ.লীগের চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা
পৌর নির্বাচনে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড ২৩৫ টির মধ্যে এ পর্যন্ত ১৫০ টির বেশি পৌরসভায় প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। এর মধ্যে ৫১টি পৌরসভার চূড়ান্ত প্রার্থীদের নাম পাওয়া গেছে।
আজ মঙ্গলবার বিকাল ৫টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড দ্বিতীয় দফায় বৈঠকে বসেছে। ঐ বৈঠকে অবশিষ্ট পৌরসভাগুলোর প্রার্থী মনোনয়নও চূড়ান্ত হওয়ার কথা রয়েছে
জানা গেছে, বৈঠকে এসব নাম চূড়ান্ত করে শেখ হাসিনার স্বাক্ষরের পর প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এরপর তা প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে।
প্রাপ্ত ৫১টি চূড়ান্ত তালিকা হচ্ছে-
ঢাকা বিভাগ: সাভার (ঢাকা)আব্দুল গনি মুন্সীগঞ্জ সদর বিপ্লব, মীরকাদিম (মুন্সীগঞ্জ) শাহিন, শরীয়তপুরে সদর আমিন কোতোয়াল, মাদারীপুর সদর খালিদ হাসান ইয়াদ, টাঙ্গাইল সদর জামিলুর রহমান মিরন, কালীহাতি (টাঙ্গাইল) আনসার আলী, নেত্রকোনা সদর নজরুল ইসলাম খান, মোহনগঞ্জ (নেত্রকোনা) অ্যাডভোকেট লতিফুর রহমান রতন, মদন (নেত্রকোনা) আব্দুল হান্নান, কেন্দুয়া (নেত্রকোনা) আসাদুল হক ভুঁইয়া ও দুর্গাপুর (নেত্রকোনা) আব্দুস সালাম।
চট্টগ্রাম বিভাগ: মিরসরাই (চট্টগ্রাম) নিজামউদ্দিন চৌধুরী, রাউজান (চট্টগ্রাম) দেবাশীষ পালিত, পটিয়া (চট্টগ্রাম)হারুন-অর-রশীদ, সন্দ্বীপ (চট্টগ্রাম) জাফরুল্লাহ, বাঁশখালী (চট্টগ্রাম) সেলিমুল হক, ফেনী সদর হাজী আলাউদ্দিন ও বরুড়া (কুমিল্লা) বাহারুজ্জামান।
রংপুর বিভাগ: পঞ্চগড় সদর জাকিয়া আক্তার, ঠাকুরগাঁও সদর তাহমিনা মোল্লা, পীরগঞ্জ পৌরসভা কচিরুল মিয়া, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)আতাউর রহমান, নীলফামারী সদর আকতার হোসেন খোকন, জলঢাকা (নীলফামারী)বাহাদুর ও পাটগ্রাম (লালমনিরহাট)শমসের আলী।
খুলনা বিভাগ: গাংনী (মেহেরপুর) আহমেদ আলী ও কুষ্টিয়া সদর আনোয়ার আলী।
বরিশাল বিভাগ: বাকেরগঞ্জ (বরিশাল) লোকমান হোসেন ডাকুয়া, উজিরপুর (বরিশাল) হারিস, বেতাগী (বরগুনা) গোলাম কবির, পিরোজপুর সদর হাবিবুর রহমান মালেক ও বানারীপাড়া (পিরোজপুর) সুভাষ চন্দ্রশীল।
সিলেট বিভাগ: সুনামগঞ্জ সদর জগলুল ছাতক (সুনামগঞ্জ) আবুল কালাম চৌধুরী, দিরাই (সুনামগঞ্জ মোশাররফ মিয়া মৌলভীবাজার সদর ফজলুর রহমান কুলাউড়া (মৌলভীবাজার)শাহী আলম ইউনুস বড়লেখা (মৌলভীবাজার আবু ইমাম মো. কামরান চৌধুরী কমলগঞ্জ (মৌলভীবাজার) জুয়েল আহমেদ হবিগঞ্জ সদর আতাউর রহমান সেলিম নবীগঞ্জ(হবিগঞ্জ) অধ্যাপক তোফাজ্জল ইসলাম, চুনারুঘাট(হবিগঞ্জ) সাইফুল ইসলাম, মাধবপুর(হবিগঞ্জ) হিরেন্দ্রনাথ সাহা, শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ) ছালেক মিয়া জকিগঞ্জ (সিলেট)খলিল উদ্দিন, কানাইঘাট (সিলেট) লুৎফুর রহমান ও গোলাপগঞ্জ (সিলেট) সৈয়দ মেজবাহ উদ্দিন।
রাজশাহী বিভাগ: সিরাজগঞ্জ সদর মুক্তা সিরাজি ও সুজানগর (পাবনা) আব্দুল ওহাব।
প্রতিক্ষণ/এডি/এফটি