আইএস জঙ্গী সন্দেহে আটক

প্রকাশঃ জুলাই ২৯, ২০১৫ সময়ঃ ৭:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

atkসিরাজগঞ্জের তাড়াশ থানা পুলিশ আইএস জঙ্গী সন্দেহে বুধবার নওগাঁ মাজার থেকে এক ব্যক্তিকে আটক করেছে।
আটক এসকে হাবিবুন্নবী (৪২) কুমিল্লার দেবীদ্বার উপজেলার চান্দিনা ইউনিয়নের বড়কানতা গ্রামের কাজী আব্দুল হাই বকশীর ছেলে।
গোয়েন্দা সূত্রে জানা যায়, আটক এসকে হাবিবুন্নবী ১০/১২ বছর সৌদি আরবে থাকার পর প্রথমে জামায়াত-ই-ইসলামী সংগঠনের সঙ্গে জড়িত হন। সম্প্রতি আইএস জঙ্গী সংগঠনের সঙ্গে জড়িত হয়েছেন বলে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে সন্দেহ করা হচ্ছে। গত ক’মাস থেকেই বিভিন্ন মাজারে মাজারে তিনি নেটওয়ার্ক গড়ে তুলছেন বলে সন্দেহ করা হচ্ছে।
এসকে হাবিবুন্নবী স্থানীয় সাংবাদিকদের জানান, তিনি একজন সুফী পন্থী। কোনো দেশি বা বিদেশি সংগঠনের সঙ্গে জড়িত নন। দীর্ঘদিন সৌদি আরবে থেকে বাংলাদেশ ফেরার পর আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের আশায় বর্তমানে মাজারে মাজারে ঘুরছি।
এ ব্যাপারে তাড়াশ থানা পুলিশের ওসি আমিনুল ইসলাম জানান, গোয়েন্দা সংস্থার তথ্যের ওপর ভিত্তি করে তাকে আটক করা হয়। তার কাছ থেকে কিছু ইসলামী বই পাওয়া গেছে।

প্রতিক্ষণ / এডি / মেহেদী

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G