আইএসে যোগ ‍দিতে জার্মানি ছাড়লো ৭০ নারী  

প্রকাশঃ মার্চ ৩১, ২০১৫ সময়ঃ ৯:০৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৫ পূর্বাহ্ণ

ডেস্ক, প্রতিক্ষণ ডট কম

101619_1ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিতে ৯ স্কুল শিক্ষার্থীসহ প্রায় ৭০ জন জার্মান নারী সিরিয়ায় গেছে বলে জানিয়েছেন জার্মান গোয়েন্দা সংস্থা প্রধান। রোববার ইরাকি সেনা কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তামির মোহাম্মদের বরাত দিয়ে একথা জানায় বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে মার্কিন নেতৃত্বাধীন জোটের সহায়তার পরও তিকরিত পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেয়া সহজ হবেনা বলে জানিয়েছে ইরাকি বাহিনী। তিকরিতের অধিকাংশ সড়কে বোমা পেতে রাখা ও ভবনগুলোতে স্নাইপার রাইফেলধারী লুকিয়ে থাকায় স্থল অভিযানে সেনা সদস্যদের বেশ বেগ পেতে হচ্ছে বলে জানান তামির।
অন্যদিকে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় জঙ্গিরা নারীদের জিহাদে যোগ দেয়ার বিষয়ে প্রভাবিত করছে বলে জানান জার্মান গোয়েন্দা সংস্থা প্রধান হ্যান্স-জর্জ ম্যাসেন। সংস্থাটির তথ্যমতে জার্মানি থেকে আইএসে যোগ দিতে যাওয়া এই ৭০ নারীদের মধ্যে ৪০ শতাংশেরই বয়স ২৫ বছরের নিচে। এই নারীরা বর্তমানে কোথায় কি অবস্থায় আছে সে সম্পর্কে গোয়েন্দা সংস্থাটির কাছে কোনো তথ্য নেই বলেও জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/জেমস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G