আইএসের ‘এইডস বোমা’র পরিকল্পনা

প্রকাশঃ আগস্ট ২২, ২০১৫ সময়ঃ ১২:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৭ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

i sসিরিয়া ও ইরাককে রণভূমিতে পরিণত করার পর এবার আরও ভয়াবহ ‘এইডস বোমা’র পরিকল্পনা আইএসের।

কুর্দিশ সিরিয়ান এআরএ রিপোর্ট অনুযায়ী ১৬ জন এইচআইভি পজিটিভ জঙ্গিকে আত্মঘাতী অভিযানে পাঠাচ্ছে আইএস।

এই ১৬ জনের বেশির ভাগই বিদেশি। আইএসের অনুমান দুজন মরোক্কান মহিলার সঙ্গে যৌন সংসর্গের ফলেই এইচআইভি ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে তাদের শরীরে।

সেই দুই মহিলা তুরস্কে পালিয়ে গিয়েছেন বলে খবর। এইচআইভি পজিটিভ জঙ্গিদের আপাতত সিরিয়ার হাসাকাহ জেলার শদ্দাদি শহরের বদ্ধভূমিতে রাখা হয়েছে। তাদের আত্মঘাতী বোমা হিসেবে ব্যবহার করার কাজ চলছে। এর আগেও আইএস জঙ্গিদের মধ্যে এইচআইভি ছড়িয়ে পড়ার খবর মিলেছিল। ইন্দোনেশিয়ার এক যোদ্ধার থেকে এক যৌনদাসীর শরীরে সংক্রমণ ছড়িয়েছিল। পরে কৃত্রিম উপায়ে সংক্রমণ ছড়ানোর জন্য রক্তদানও করে ওই যোদ্ধা। গত জুন মাসেই হত্যা করা হয়েছে তাকে।

ঘটনা সামনে আসার পর গোটা দলের এইডস স্ক্রিনিংয়ের নির্দেশ দিয়েছে আইসিস। যদি কেউ সংক্রমিত হন, তার একটাই উপায়, আত্মহত্যা।

প্রতিক্ষণ/এডি/তাফ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G