আইডিএলসি ফিন্যান্সের ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষনা
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের আইডিএলসি ফিন্যান্স কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০১৪ সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ নগদ ও ২৫ শতাংশ শেয়ার লভ্যাংশ (স্টক ডিভিডেন্ড) দেওয়ার সুপারিশ করেছে। সেই সাথে ১ : ২ হারে রাইট শেয়ার ছাড়ারও সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
ডিএসই সুত্রে জানা যায়, আগামী ৩০ মার্চ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আইডিএলসি ফিন্যান্সের রাইট শেয়ারের ইস্যুমূল্য ধরা হয়েছে ২০ টাকা। এর মধ্যে ১০ টাকা প্রিমিয়াম।
কোম্পানিটি জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ১৯ পয়সা ও শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩২ টাকা ৪৬ পয়সা।
এজিএম সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ মার্চ।
প্রতিক্ষণ/এডি/সাবা