আইনজীবী তাজুল ইসলাম আটক

প্রকাশঃ মার্চ ৫, ২০১৫ সময়ঃ ৯:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

tajulজামায়াত ইসলামীর নেতাদের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে অ্যাডভোকেট তাজুলসহ চেম্বারে থাকা কয়েকজন জুনিয়র আইনজীবীকেও আটক করা হয়।

এছাড়া ওই চেম্বারে কর্মরত পিয়ন ও গার্ডদেরকেও নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাডভোকেট তাজুলের অফিস সহকারী মো. খসরু।

তাজুল ইসলামকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াত নেতাদের আরেক আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

তিনি বলেন, তাকে আটকের কথা শুনেছি। তবে কোথা থেকে, কীভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করেছে তা জানি না। সর্বশেষ তাকে পল্টন থানায় রাখা হয়েছে।

রাত পৌনে ৯টার দিকে শিশির মনির এ তথ্য জানান।

তাজুল ইসলামের ব্যবহৃত মোবাইলে ফোন করা হলে প্রথমে রিং হলেও পরে তা কেটে দেওয়া হয়। এরপর ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

এদিকে পল্টন থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) তোফায়েল আহমেদ বলেন, তাকে আটকের খবর তাদের জানা নেই।

১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর যে সকল নেতার বিচার চলছে, তাদের আইনজীবী হয়ে আদালতে লড়ছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম।

প্রতিক্ষণ /এডি/আদেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G